এককালে ময়ূরের কিংবা পাখির পালক কালির দোয়াতে ডুবিয়ে সাদা পাতায় লেখক সাহিত্য রচনা করতেন। সেই যুগ পেরিয়ে এসে টিউবপেন কিংবা ফাউন্টেনপেন দিয়ে রচিত হতো সাহিত্য। ক্রমে ফাউন্টেনপেনের কাল অতিক্রান্ত হয়ে এখন সৃষ্টিশীল সুকুমার চর্চায় চলছে বলপেনের ব্যবহার। একই সঙ্গে জেলপেনের ঝলকানিও চোখে পড়ে। বলপেন ও জেলপেনের সাহিত্য চর্চার সমকালীন প্রহরে কম্পিউটার পদ্ধতিও সাহিত্য রচনার জগতে বিশেষ মাধ্যম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। সদ্য প্রকাশিত ব্লগারস রাইটারদের এমনই এক সু-সম্পাদিত ছোট কাগজ ‘শব্দতরী‘।
প্রায় দুইশ’ পৃষ্ঠার ১০০ টাকা মূল্যের ‘শব্দতরী’ প্রকাশ করেছে ‘ব্লগারস ফোরাম’। শব্দতরী সাহিত্য পত্রিকার লেখকরা হলেন প্রধানত ব্লগিং লেখক। তবে যে বিষয়টি উল্লেখের দাবি রাখে তা হল, ব্লগিং লেখকদের অনেকে লিখছেন ছদ্মনামে। কেউ কেউ অবশ্য স্ব-নামেও লিখছেন। সর্বোপরি, ব্লগারস ফোরাম- অফসেট পেপারে মুদ্রিত ‘শব্দতরী’ ব্লগিং লেখকদের মূলধারার পাঠকের সঙ্গে একটা নিবিড় সখ্য সৃষ্টির লক্ষ্যেই যত্ন নিয়ে এ কাজটি করেছে।
সম্পাদনা পরিষদের সভাপতি কবি জিয়া রায়হানের তত্ত্বাবধানে শব্দতরী’র সম্পাদনার দায়িত্ব পালন করেছেন তরুণ লেখক ফকির আবদুল মালেক। সম্পাদনায় তাকে সহায়তা দিয়েছেন আজাদ কাশ্মীর জামান (মুরুব্বী), রুদ্র অক্ষর, জামান আরশাদ এবং কবির য়াহমদ।
চাররঙা প্রচ্ছদে মোড়ানো শব্দতরী’র লেখা বিন্যাস করা হয়েছে যথাক্রমে গুচ্ছ কবিতা, গুচ্ছ প্রবন্ধ, গল্পগুচ্ছ, আবারও গুচ্ছ কবিতা, ছড়া কবিতা, শিশুতোষ গল্প, চিঠিপত্র, অনুগল্প, মুক্তগদ্য এবং রম্যকথন দিয়ে পরিসমাপ্তি টানা হয়েছে লেখার।
শব্দতরী’র লিটনম্যাগ ভুবনে নতুন একটি কনসেপ্ট নিয়ে পথ চলা শুরু করেছে। ব্লগার’স ফোরামের এ অভিযাত্রা মাঝপথে যেন থমকে না যায় এবং আরও সুন্দর, পরিচ্ছন্ন, নির্ভুল, মানসম্পন্ন লেখা সংবলিত আগামী শব্দতরী’র প্রতীক্ষায় রইল সাহিত্যপ্রেমী পাঠক।
লেখা : রেজা ফারুক।
সংবাদটি ওয়েবে দেখতে ক্লিক করুনঃ দৈনিক যুগান্তর। ০৩.০৬.২০১১ইং।
কাগজে যেমন ওয়েবে তেমন বই নিয়ে ফিচারঃ www.ejugantor.com
loading...
loading...
কোন মন্তব্য নেই