অজয়ের ঘাটে আজিকে প্রভাতে
লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের ঘাটে আজিকে প্রভাতে
উঠিল সোনার রবি,
সোনালী আলোতে অজয়ের তটে
দেখি যে সুন্দর ছবি।
খেয়াঘাটে এসে মাঝিরে ডাকিছে
ঘাটে বসে যাত্রীদল,
অজয়ের বাঁকে আসে ঝাঁকেঝাঁকে
শালিকের কোলাহল।
রাঙা চেলি পরা গাঁয়ের বধূরা
কাঁখেতে কলসী লয়ে,
রাঙাপথ ধরে হাঁটে ধীরে ধীরে
জল নিয়ে যায় বয়ে।
অজয়ের জলে স্নান সারা হলে
ফিরিছে সবাই ঘরে,
ক্রমেক্রমে ধীরে বেলা আসে পড়ে
অজয় নদীর চরে।
দিবা অবসানে পশ্চিমের পানে
রবি যবে অস্ত যায়,
আঁধার ঘনায় সাঁঝের বেলায়
অজয়ের কিনারায়।
রাতের আকাশে তারারা ফুটিল
চাঁদ উঠে নদীঘাটে,
জোছনার রাশি খেলে হাসি হাসি
অবশেষে রাত কাটে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অজয়ের ঘাটে আজিকে জোছনার রাশি খেলে হাসি হাসি;
অবশেষে রাত কাটে। ___ চমৎকার মি. লক্ষ্মণ ভাণ্ডারী।
loading...
কবিতার জন্য শুভকামনা কবি।
loading...
অজয়ের ঘাটে আজিকে প্রভাতে
উঠিল সোনার রবি,
সোনালী আলোতে অজয়ের তটে
দেখি যে সুন্দর ছবি।
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
loading...
অজয়ের ঘাট বড় ভালোবাসি প্রিয় কবি। ভালোবাসা।
loading...
ভালো লিখেছেন।
loading...