কান্না শুষে নিতে সাগরের জুড়ি মেলা ভার

ঐ যে পাহাড়গুলো দেখছিস?
কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে
ওদের একটা ভালো দিক কি জানিস!
ওরা সব কিছু বুকে ধরতে পারে
সইতে পারে সব কিছু;

এখানে পাহাড়ের কাছে এসে যত ইচ্ছে চিৎকার করে বলা যায়
সব গোপন দুঃখ ব্যথার কথা
গলা ফাটিয়ে কাঁদা যায়,
এখানে কোন মানুষ নেই
কেও শুনবে না ভেতরের কান্না
শুধু ঐ দূর দূরান্তের পাহাড়ের ঢাল থেকে কান্নার কিছু প্রতিধ্বনি ভেসে আসে
আর বাকি চিৎকারটুকু শুষে নেয় পাহাড়
নিজের করে;

কান্না লুকোতে পাহাড়ের জুড়ি মেলা ভার
মানুষের কান্না।

সমুদ্রে গিয়েছিস?
কি বিশাল নীলের সমারোহ
নোনা জলের একটা ভালো দিক কি জানিস!
তোর চোখ থেকে সে কান্না শুষে নেয় খুব সহজেই
তারপর নিজেই আরো একটু লবণাক্ত হয়;

সাগরের তীরে এসে যত ইচ্ছে চিৎকার করে কাঁদা যায়
সাগরের গর্জনে চাপা পড়ে যায় মানুষের চিৎকার
এখানে এসে কাঁদা যায় গলা ফাটিয়ে
ধু ধু বালিয়াড়িতে কেই বা কান্না শোনে!
সাগরের গর্জনের সাথে মিলেমিশে একাকার হয় কান্নার হাহাকার
আর চোখের জলটুকু শুষে নেয় সাগর
লোনা হয়ে;

কান্না শুষে নিতে সাগরের জুড়ি মেলা ভার
মানুষের কান্না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৫-২০১৯ | ১১:৪১ |

    কান্না লুকোতে পাহাড়ের জুড়ি মেলা ভার তেমনি কান্না শুষে নিতে সাগরের জুড়ি মেলা ভার। অসাধারণ এক জীবন দর্শন উঠে এসেছে লিখাটিতে। শুভেচ্ছা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। আশা করবো ভালো আছেন। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ২৩-০৫-২০১৯ | ১১:৫৭ |

    আপনার কবিতার অনুভব সব সময়ই অসাধারণ। 

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৩-০৫-২০১৯ | ১২:৪২ |

    চমৎকার কবিতা কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ২৩-০৫-২০১৯ | ১৩:১৬ |

    কবিতাটি পড়লাম কবি জীবনবাবু। প্রচ্ছদ ছবির ছায়া মানুষটি কি আপনি ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...