আয়না কাহন

আয়না কাহন

আয়নাতে আর মুখ দেখব না
এ কথা বললে কি হয় ?
মুখতো দেখতেই হয় প্রতিদিন —
চেহারা ভাল হোক
মন্দ হোক
যেটাই হোক …
নিজেকে এক পলক দেখার জন্য
সবাই আয়নার সামনে দাঁড়ায়,

প্রথম আয়নার সৃষ্টি
প্রকৃতিতে –
স্বচ্ছ জলের ধারায়
তখনো কৃত্রিম আয়নার সৃষ্টি হয়নি,
শান্ত স্বচ্ছ জলের ধারায়
মানুষই প্রথম তার নিজের ছবি
আবিষ্কার করে..
এ দৃশ্যপট অবশ্য আদি কালের
সৃষ্টি রহস্যের কথা ;
স্বচ্ছ জলে,
এক খন্ড মেঘ ছায়া ফেলে
মেঘের কী ভীষণ মন খারাপ হয় !
কালো মুখ দেখে,
মেঘ সরে যায় – কালো মুখ নিয়ে
সূর্য আড়াল থেকে চুপি চুপি নিজেকে দেখে
উচ্ছ্বসিত হয়ে ওঠে।

এরপর চাঁদ মুগ্ধ চোখে নিজের ছবি দেখে,
রোদ নিজেকে দেখে চিকচিকে জলে।

সন্ধ্যার অস্তাকাশ থেকে বৃষ্টির ফোঁটা এলো
কিছু রং নিয়ে,
কিন্তু কোন কাজ হল না
বৃষ্টি বেহতর নিজেকে ঘন কুয়াশায় সাজিয়ে এল
নাম খুইয়ে,
অনামে..
কত কত অপেক্ষা
সকাল,
দুপুর —
রাত্রে :
নিজের চেহারা দেখবে জলে
বোকা বৃষ্টি ! একবারও ভাবিনি
জল আর বৃষ্টি এক মন,
এক দেহ,
এক প্রাণ,
এক আত্মায় একাকার ;

অনেক সাধনা করে জ্যোৎস্না এলো-
স্বচ্ছ জলে,
গভীর রাতে নিজেকে দেখে মাতাল হল –
এরপর মানুষ আবিষ্কার করল বিশ্ব কবি রবি ঠাকুরের সেই বিখ্যাত উক্তিটি —
“জল পড়ে,
পাতা নড়ে—”
তারপর স্বচ্ছ জলের গভীরে নিজেকেই দেখতে পেল ..!

কেন,সেই যে নার্সিসাসের গল্প তো প্রায়
সবারই জানা আছে –
পানিতে নিজের চেহারা দেখে
তার প্রেমে পড়ে যান ভদ্র লোক
আমি দেখতে ঠিক এতটা সুন্দর ?
প্রায় ২০০ বছর আগে জার্মানিতে
প্রথম আয়না তৈরির রহস্য শুরু হয়েছিল,
আবার অনেকে ধারণা করেন,
তারও অনেক আগে আয়নার প্রচলন শুরু
হয়েছে,
সত্য,
মিথ্যা যাই হোক —-
আয়না ছাড়া কি এক মুহুর্ত চলে ?
নাকি, আয়না ছাড়া কোন জীবন পূর্ণতা পায় ………..!!

05.05.2019

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৫-২০১৯ | ৯:১৮ |

    এ দৃশ্যপট অবশ্য আদি কালের
    সৃষ্টি রহস্যের কথা ;
    স্বচ্ছ জলে,
    এক খন্ড মেঘ ছায়া ফেলে
    মেঘের কী ভীষণ মন খারাপ হয় !

    নিঃসন্দেহে অপরূপ একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভ সকাল।

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৮-০৫-২০১৯ | ২১:১৮ |

      মন্তব্য পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি। আপনাকেও অশেষ ধন্যবাদ সহ অভিনন্দন। গোলাপ শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৫-২০১৯ | ১২:২১ |

    ব্লগের কাজ চলছিলো বলে আসতে পারিনি। সুন্দর লিখায় অভিনন্দন কবিবোন হাসনাহেনা রানু। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৮-০৫-২০১৯ | ২১:২১ |

      জ্বী প্রিয় কবি সৌমিত্র দাদা। আমি ও কোথাও যেতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  3. সুমন আহমেদ : ০৮-০৫-২০১৯ | ১২:৩৯ |

    মিথ্যা যাই হোক —-
    আয়না ছাড়া কি এক মুহুর্ত চলে ?
    নাকি, আয়না ছাড়া কোন জীবন পূর্ণতা পায়।

    সুন্দর উপমা। শুভেচ্ছা কবি হাসনাহেনা। 

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৮-০৫-২০১৯ | ২১:২৩ |

      মন্তব্য পাঠে খুশি হলাম প্রিয় কবি সুমন আহমেদ। অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা নিরন্তর।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ০৮-০৫-২০১৯ | ১৪:৪২ |

    অভিভূত হলাম প্রিয় কবি রানু দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৮-০৫-২০১৯ | ২১:২৬ |

      প্রিয় কবি রিয়া দি''ভাই খুব খুশি হলাম মন্তব্য পাঠে। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  5. শাকিলা তুবা : ০৮-০৫-২০১৯ | ১৪:৪৮ |

    ভীষণ সুন্দর প্রিয় রানু আপা।

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৮-০৫-২০১৯ | ২১:২৮ |

      প্রিয় কবি শাকিলা আপা মন্তব্য পাঠে বরাবরের মতোই অনুপ্রাণিত হলাম।শুভেচ্ছা …..https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...