এক গুচ্ছ কবিতা
এক.
বহুদিন পর আবেগের আতিশয্যায়
মনের ঘরে কেউ দিয়েছে ডাক —
শূন্য হৃদয় পড়ে আছে চোরাবালি চোরাকাঁটায়
ব্যথাটুকু মুছে যাক,
বালি থেকে সরে যাক ঢেউ
কোথাও আর নেই কেউ
তবু নামটুকু শুধু লেখা থাক —-
দুই.
“ভালবাসি আমি তোমাকে
ভালবাসি আমি তোমার স্নিগ্ধ হাসিকে —
ভালবাসি আমি তোমার মুগ্ধতাকে,
ভালবাসি আমি তোমার চলন ভঙ্গিকে
ভালবাসি আমি তোমার সমস্ত সত্ত্বাকে।”
তিন.
“শুধু দূর থেকে দেখা -শুধু ছুঁয়ে ছুঁয়ে যাওয়া
শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া
শুধু নব দূরাশা আগে চলে যায়
পিছে ফেলে যায় মিশে আশা
মায়া আর মমতা।”
চার.
প্রজাপতি মন ছুঁয়ে যায়
নীড়ে ফেরা বসন্ত রৌদ্দুর
সাথে নিয়ে অলস দুপুর
অচেনা পথের নির্জনতা ভেঙে
যাব আমি স্বপ্ন পুর,
যেতে যেতে থামব একটু
শেষ বিকেলের ঠোঁটে মিশে থাকা
সবুজ মায়ায়
এ পথ যেন আর শেষ না হয় !
পাঁচ.
কেউ কেউ এভাবেই চলে যায়
বুকে দিয়ে ব্যথা
বুকে ঢেলে আগুন,
ব্যথার আগুন
কেউ চলে যাবার জন্য ও আসে
কেউ আবার চলে ও যায়!
ছয়.
একা ছিলাম, ভালই ছিলাম
তুমি পাশে এসে দাঁড়ালে
বন্ধু হলে,
ক্ষণিকের তরে
তুমি চলে গেলে
আমাকে একা করে,
ছোট্ট একটা জীবনে
আবার সেই একাই হলাম।
সাত.
এ বসন্ত উঠোনে নীল ছায়া খেলা করে
অসময়ে এসেছে
বসন্ত দিন,
বনভূমি ঝরে যায় কঠিন দীর্ঘশ্বাসে …
ঝরে পড়ে বৃক্ষ লতা কষ্টের শব্দ ভেঙ্গে
জ্যোৎস্নার শিওরে ভিজেছে মন,
ঝরে পড়া গোলাপ কষ্টরা
ভেসে গেছে সময়ের স্রোতে –
মেঘ অরণ্যে ঘাস ফড়িং উড়ে,
কত কত বসন্ত দিন
ভিজে গেছে রিমঝিম বৃষ্টির শব্দে —
একদিন আমি ও চলে যাব শ্রাবণ মেঘের আড়ালে!
আট.
সুখ আর দুঃখ
একই বৃন্তে ফোঁটা
পাশাপাশি দু’টো ফুল,
সুখ পুরুষ
দুঃখটা মেয়ে হয়
সবাই সুখ পোষে মনে
দুঃখের দিকে কেউ হাত বাড়াই না —
তবু রাত্রির নাভিমূলে ঝুলে থাকা
দুঃখবতী চাঁদটা মেয়ে হয় —
আর মায়াবতী রাত
দুঃখবতী মেয়েটার সঙ্গী হয় !
সূর্যটা তখন পুরুষ …
সুখের নেশায়,
দুঃখবতী মেয়েটা হাত বাড়াই না
পুড়ে যাওয়ার ভয়ে …….
নয়.
তারায় তারায় গ্রহণ লাগে না কোন
কালে —
কালে ভদ্রে,
দু’ফোটা দুঃখ চাষ করেছি
গোপনে
গেল আষাঢ়ে দুঃখ পুষেছি
মনে –
একা কেঁদেছি এই
শ্রাবণে ———
দশ.
ও প্রিয়,
তুমি সূর্য
ওরা হয়
সব তারা,
আকাশে উদয় হলে
তুমি
ম্লান হয় ওরা,
তোমাকেই দিলেম
মেঘ অরণ্যে বিন্দু বিন্দু
শিশির ভালবাসা………
29.04.2019
loading...
loading...
তোমাকেই দিলেম
মেঘ অরণ্যে বিন্দু বিন্দু শিশির ভালবাসা…
অসাধারণ এক ভালোবাসাময়তা। অভিনন্দন প্রিয় কবিবোন হাসনাহেনা রানু।
loading...
অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র দাদা। আপনার সুন্দর মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হলাম।শুভেচ্ছা নিন।
loading...
এক গুচ্ছ কবিতায় অভিনন্দন এবং শুভকামনা কবি হাসনাহেনা রানু।
loading...
সুন্দর মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হলাম প্রিয় কবি আজাদ ভাইয়া।আপনাকে ও অভিনন্দন।শুভ কামনা।
loading...
গুচ্ছ কবিতার জন্য শুভকামনা রইলো কবি।
loading...
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
loading...
সত্যিই মুগ্ধ হলাম প্রিয় কবি রানু দি।
loading...
সুন্দর মন্তব্য প্রকাশে অনুপ্রাণিত হলাম রিয়া দি''ভাই।

loading...
গুচ্ছ কবিতা আমার কাছে সব সময় ভালো লাগে। শুভেচ্ছা কবি রানু আপা।
loading...
আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন কবি শাকিলা আপা।
loading...
ভালো কবিতা।
loading...
অনেক অনেক ধন্যবাদ কবি ।
loading...
বেশ লাগল কবি আপু
অনেক শুভ কামনা রইল
loading...
মন্তব্য প্রকাশে খুশি হলাম কবি।শুভেচ্ছা …
loading...
শুভকামনা প্রিয়জন
loading...
অসংখ্য ধন্যবাদ কবি।শুভেচ্ছা …
loading...