নৈতিক স্খলন

বিখ্যাত আমি সুখ্যাতি নিয়ে কুখ্যাত কাজ করি,
যোগ্যতাহীন অজ্ঞতা দিয়ে বিজ্ঞতার রুপ ধরি।
ঘৃণ্যতা দিয়ে পুন্যতা ঢেকে বন্যতা করি প্রকাশ,
নম্রতা বেঁচে নগ্নতা ঘেঁসে মগ্নতার এই প্রয়াস।

কাম্যতা দিয়ে সাম্যতা কিনি দৈন্যতা আছে থাক,
রিক্ততা নিয়ে সিক্ত হৃদয় মুক্তি পেতে চাক।
প্রাপ্ত সুখে তৃপ্ত হয়ে সুপ্ত বাসনা জাগুক,
অনন্ত এই বসন্ত দিনে চূড়ান্ত ক্ষণ আসুক।

ছুটন্ত প্রাণ দুরন্ত আজ জীবন্ত স্বপ্নেরা,
পক্কতা এসে সখ্যতা গড়ে বক্রতা দিয়ে ঘেরা।
প্রক্রিয়া দিয়ে বিক্রিয়া করে নিষ্ক্রিয় মেরুদন্ড,
সুপ্তবাসনা মুক্তচেতনা ভুক্তভোগেতে পন্ড।

অভিশপ্ত, অপর্যাপ্ত নির্লিপ্ততায় প্রাণ,
উত্তীর্ণ নয় বিস্তীর্ণ এক সংকীর্ণতার গান।
চলন্ত স্রোত ফুটন্ত ফুল পড়ন্ত এই বেলা,
অজ্ঞ দ্বারা বিজ্ঞ যাচাই অভিজ্ঞের অবহেলা।

আশ্রয় আজ প্রশ্রয় পেয়ে প্রত্যয় নিয়ে বসে,
ব্যভিচার আর অনাচার মিলে অবিচার অনায়াসে।
প্রচেষ্টা যদিও সচেষ্ট তবু আকৃষ্ট নয় কেহ,
নৃশংস আমি প্রশংসনীয় শেষাংশে চাই দেহ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ২১-০৪-২০১৯ | ১৩:৩৮ |

    শব্দ গুণে আপনার লিখাটি অসাধারণ হয়েছে কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ২১-০৪-২০১৯ | ১৪:০৬ |

    কাম্যতা দিয়ে সাম্যতা কিনি দৈন্যতা আছে থাক, রিক্ততা নিয়ে সিক্ত হৃদয় মুক্তি পেতে চাক। সাময়িক এই মুক্তিকে আমরা সত্য মুক্তি বলতে পারি না। সমাজকে ঝালিয়ে নিই। সমাজের পচা রন্ধ্রে আমাদের বিবেক পচে গেছে। Frown

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২১-০৪-২০১৯ | ১৪:২৯ |

    দারুণ প্রিয় কবি বাবু দা।

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ২১-০৪-২০১৯ | ১৪:৩২ |

    প্রক্রিয়া দিয়ে বিক্রিয়া করে নিষ্ক্রিয় মেরুদণ্ড,
    সুপ্তবাসনা মুক্তচেতনা ভুক্তভোগেতে পণ্ড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
  5. আলমগীর কবির : ২১-০৪-২০১৯ | ২২:২৯ |

    প্রথম অনুচ্ছেদের সাথে পরবর্তী অনুচ্ছেদগুলোর ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। তবে প্রথম অনুচ্ছেদটুকু সত্যিই দূর্দান্ত হয়েছে। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৮-০৪-২০১৯ | ১২:১৯ |

      আসলে আমি নতুন লিখছি তাই এমন হয়েছে। দোয়া করবেন।

      GD Star Rating
      loading...
  6. শাকিলা তুবা : ২১-০৪-২০১৯ | ২২:৪৪ |

    প্রাপ্ত সুখে তৃপ্ত হয়ে সুপ্ত বাসনা জাগুক,
    অনন্ত এই বসন্ত দিনে চূড়ান্ত ক্ষণ আসুক। 

    GD Star Rating
    loading...