না, নেই।
চলন্ত যানবাহনে
ছাত্রীকে গণধর্ষণ নিয়ে
আমার একেবারেই মাথাব্যাথা নেই।
নাবালিকা
নিষ্পাপ শিশুকে
শেয়াল শকুনের মত রক্তাক্ত করে
রেল লাইনের পাশে ফেলে রেখেছে, তাতে আমার কি?
কিন্তু যখন,
ওরা গবাদি পশুর মাংস
নিষেধ করার পরও রান্না করে খায়
সত্যি বলছি তখন আমার মাথায় রক্ত উঠে যায়।
আমি তখন
আর স্থির থাকতে পারি না।
ঠিক তখনই আমি মানুষ মারি নৃশংস ভাবে।
দিনে দুপুরে জন সম্মুখে ইচ্ছামতো প্রাণ ভরে পিটিয়ে।
হা! হা! আইন?
আমার লোমও ছিড়তে পারেনা।
আমি দম্ভভরে চলি, মন যা চায় করি।
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বলি, আমি ধর্মের রক্ষক।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জাতীয় জন চেতনা জাগ্রত হোক। মানুষেরা আজ পশুদের চেয়েও হিংস্র হয়ে উঠেছে।
পরিবর্তন চাই। জন চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠুক জাতি। সুন্দর উপস্থাপনা।
প্রিয়কবিকে শুভেচ্ছা জানাই। জয়গুরু!
loading...
অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়
loading...
কখনও কখনও আমাদের মধ্যে বাস করা পশুত্ব বাস্তব জীবনেও বের করি ফেলি।
loading...
অসংখ্য ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা প্রিয়
loading...
ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার ভীষণ অপছন্দ।
loading...
সবার উচিৎ নিজের ধর্ম পালন করা অন্যের ধর্মকে শ্রদ্ধা করা। ধন্যবাদ দাদা।
loading...
মানব সভ্যতা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা-ই ভাবছি। সৃষ্টির সেরা জীব আমরা সত্যি বন্যপ্রাণী হয়ে যাচ্ছি। আমাদের এখন মনুষ্যত্ব জ্ঞান বলতে নেই।
loading...
একদম ঠিক বলেছেন প্রিয়জন।
loading...
দুঃখজনক।
loading...
এটাই বাস্তবতা!
loading...