প্রলুব্ধ হও হে পুরুষ

প্রলুব্ধ হও হে পুরুষ

কলঙ্ক বুঝি আজ বড়ই বেয়াড়া,
স্থাবর-অস্থাবর হিসেব না কষেই তোমাকে চাইছে অনিমেষ।
বোতাম সমেত সাজানো জামার হুড খুলে ফেলতে ইচ্ছে করছে এক নিমিষেই ;
এসো, আমি বিহঙ্গী হয়ে বিচরন করি তোমার লোমশ শরীরে,
তুমি হও রাজ-হংস, উর্বরা জমিনে করো অবাধ চাষাবাদ।

কবিকে আর কবিতায় ডুবে থাকতে দিও না,
ছিঁড়ে ফেলো সমস্ত শব্দ বিন্যাস,
মাত্রা আর ছন্দের গবেষণা না করে থাকো আমাতে নির্বাসনে।

কাব্যের চরণ দূরে ঠেলে রাখো, ওষ্ঠে তোল সফেদ দু’বাহু –
নিঃসঙ্গ জেগে থাকা এক জোড়া ঠোঁট।
তোমার বুকে বুদ হয়ে বুনো গন্ধ শুঁকি –
মানবীকে নিয়ে চলো উন্মাতাল উন্মাদনায়।

প্রলুব্ধ হও হে পুরুষ –
বিশেষজ্ঞ পাঠক হয়ে থেকো না;
অজস্র ভুল বানানে আর কখনো কবিকে খুঁজতে যেও না।

_____________________________
ছবি কৃতজ্ঞতা : রাকেশ দা, দৈনিক মানব কণ্ঠ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ০টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৩-২০১৯ | ১১:৩৯ |

    কাব্যের চরণ দূরে ঠেলে রাখো, ওষ্ঠে তোল সফেদ দু’বাহু –
    নিঃসঙ্গ জেগে থাকা এক জোড়া ঠোঁট।

    প্রলুব্ধ হও হে পুরুষ –
    __________________

    তথাস্ত কবি দেবী রোদেলা নীলা। সত্য পুরুষ হওয়াটা জরুরী। আহ্বানে অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৫-০৩-২০১৯ | ১৩:৩৩ |

    চমৎকার লিখেছেন কবি বোন রোদেলা নীলা।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১৫-০৩-২০১৯ | ১৭:৪৪ |

    ছবিতে আপনাকে খুব সুন্দর লাগছে কবি দিদি ভাই। Smile

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ১৫-০৩-২০১৯ | ১৮:১৪ |

    পড়ে নিলাম কবি।

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ১৫-০৩-২০১৯ | ১৮:১৫ |

    কবিতায় দারুণ আবেদন। Smile

    GD Star Rating
    loading...
  6. সুজন হোসাইন : ১৫-০৩-২০১৯ | ১৯:০৮ |

    কবিকে আর কবিতায় ডুবে থাকতে দিও না,
    ছিঁড়ে ফেলো সমস্ত শব্দ বিন্যাস,
    মাত্রা আর ছন্দের গবেষণা না করে থাকো আমাতে নির্বাসনে।

    GD Star Rating
    loading...
  7. এইচ এম শরীফ : ১৬-০৩-২০১৯ | ২:১৩ |

    কবিতা পড়ে হৃদয়ে মানবিক উষ্ণতার পারদ ফিনকি দিয়ে  জ্বলন্ত লাভায় পরিনত করার মত রচনা শৈলীতে বিমুগ্ধ হলাম।

    ,……….শুভেচ্ছা জানবেন প্রিয় কবি!

    GD Star Rating
    loading...