অবৈধ

অবৈধ

সমাজে অবৈধ পরকীয়া প্রভৃতিকে খুব নোংরা র চোখে দেখা হয়, মানে মানুষ টা কেমন ? সত্যিকারের ভালোবাসে কিনা? সেটা দেখার প্রয়োজন নেই; “শুয়েছে” সেটাই বড় এবং সবথেকে বিশাল বৃহদাকার মাথাকাটা” অপরাধ?

“চরিত্র” টাকি শুধু “শোয়া” র সম্পর্কযুক্ত? মানে একজন মানুষের “জৈবিক চাহিদা” থাকবে না? শুলেই অপরাধী? তাঁর ইচ্ছা হয়েছে শুয়েছে? রবিঠাকুর’ বৌদির সংগে শুয়েছিলেন?সেক্স শুধুমাত্র বৌ বা বর ছাড়া অন্য কারো র সঙ্গে থাকলেই “অবৈধ” ধরা হয় যারপর নাই অত্যাচার করা হয় সেই ভালোবাসার মানুষটির প্রতি? তবে হ্যাঁ রবি ঠাকুর ওই কাজটি করেছিলেন কিনা ঠিক বলতে পারছি না তবে সমাজে অবৈধ’ কে নোংরা বা কলুষিত ড্রেন’ হিসেবে ই মেনে নেওয়া হয়; সেটা বলা যেতেই পারে—

সেক্স’ একটা শিল্প পূজো” র মতোই পবিত্র হিসেবে দেখা উচিত। বেশীরভাগ ক্ষেত্রে “ভোগের জন্য ছেলেরা বাজে ভাবে ব্যবহার করছেন, কিন্তু “রিয়েল লাভের” অনবদ্য মূল অঙ্গ ই হল সঙ্গম রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি।

একটা মানুষ আর একটা মানুষকে ভালো লাগতে পারে, সম্পর্ক এগোতেও পারে, মানুষটার সারা জীবনের সাফল্য কীর্তি সম্মান মর্যাদা একটা “বদনামে ই ঘুচে যেতে পারে ?

চরিত্র বলতে ভালো কাজ তাঁর ক্ষমতা কীর্তি বা দক্ষতা পরিশ্রম প্রতিভা সৎ মানসিকতা সততাকেই বুঝি, “শোয়া” টাকে ই পুরোপুরি ‘চরিত্র বলে মনে করি না?

সারাজীবন কিছু ই করে না কিছুই গুন থাকে না কিছু উচ্চ পদস্থ মহিলাদের ক্ষেত্রে শুয়ে শুয়ে “চরিত্র বানানোর চেয়ে সিঙ্গেল একা থেকে কারোর সংগে ‘লিভ ইন এ থাকা অনেক বেশী চরিত্রবানের কাজ মনে করি।

লুকিয়ে লুকিয়ে চরিত্রবান থাকার থেকে ঢোল পেটানো সততার’ বদ চরিত্র অনেক মঙ্গল ? লুকিয়ে লুকিয়ে বহুগামিতার “চরিত্র” বলে তাঁদের কিছু থাকে বলে মনে করি না?

প্রকৃতভাবে একজন’র সঙ্গে প্রেম করার যে আনন্দ সেটা দশজায়গায় মেলে না? একজনকে ই অবৈধ আর বৈধ হোক ভালোবাসা যায় মন থেকে, আর যেগুলো হয় ব্যভিচার, উপর উপর সেগুলো প্রকৃত ভালোবাসা নয়/ ফ্লার্টিং বা টাইম পাশ ???

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৩-২০১৯ | ৯:৩৩ |

    পড়লাম কবি অরুণিমা মণ্ডল। মন্তব্য কি করবো বুঝে উঠতে পারলাম না।

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৪-০৩-২০১৯ | ২১:৪৭ |

    আপনার মূল্যায়ণ পড়লাম কবি বোন।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১৪-০৩-২০১৯ | ২২:১১ |

    পড়লাম ভাই। 

    GD Star Rating
    loading...