বুনো বৃষ্টিরা ভেসে গেছে
রোদে ভাসা মেঘে ছিটেফোঁটা নীলটুকুও আর নেই
শূন্য আকাশ রোদে শুকোয়,
দু’ফোটা দুঃখ কাহন স্বপ্নের চোখে :
এলোমেলো বৃষ্টি হয়ে ঝরছে।
এ দুঃখটুকু একান্তই আমার
হুবহু আমারই প্রতিচ্ছবি!
আমার দু’চোখে মেঘ থমথম আকাশ —
আমি যদি ঝরে যাই
টিপটিপ বৃষ্টির শব্দে …
ভরা আশ্বিনের নীল কুয়াশায়
আকাশ থেকে ঝরে পড়ে
বৃষ্টিরা কদমের ডালে,
আরও দূরের নির্জন আকাশে
আমি মেঘ ডানায় ভেসে বেড়ায় —–
রোদ্রের ভর দুপুর
কতখানি মেঘ
কতখানি রোদ ছিল
শেষ বিকেলের সাদা ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে
কতখানি আলো -ছায়া পড়েছে সবুজ ঘাস বুকে,
দূরে ওই মাধবীলতা ফোটে
নক্ষত্র রাত্রে :
নীরব নিশুতি রাত্রে জ্যোৎস্না টুপটাপ ঝরছে
শ্রাবণের কদম ডালে,
সারা রাত্রি জেগেছে শিশির গুলো ঘাসে
চারিদিকে ঝিরঝিরে বাতাসের শব্দ …
ঘুমের শিয়রে সাদা সাদা মেঘ
হলুদ পাতা হয়ে উড়ে
শঙ্খচূড় পাহাড়ে !
সমুদ্র বুকে বুনো বৃষ্টিরা
ঝরে গেছে কবে
মনে নেই …
পৃথিবী ব্যাস্ত রাত্রির তিমিরে,
এক ঝাঁক জোনাকি নীড় বাঁধে
গল্পের রূপকথার দেশে !
আমার দুঃখরা জনশূন্য মেঘের ডানা খসে
বুনো্ বৃষ্টি হয়ে ভেসে গেছে
গত শ্রাবণে।
10.03.2019
loading...
loading...
সমুদ্র বুকে বুনো বৃষ্টিরা ঝরে গেছে কবে মনে নেই …
পৃথিবী ব্যাস্ত রাত্রির তিমিরে, এক ঝাঁক জোনাকি নীড় বাঁধে গল্পের রূপকথার দেশে !
চমৎকার কাব্য গাঁথা। অভিনন্দন প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভ সকাল।
loading...
প্রীতিময় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি বন্ধু আজাদ ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া। শুভ কামনা আপনার জন্য।
loading...
বাহ্। অভিনন্দন কবি বোন হাসনাহেনা।
loading...
অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত্র দাদা। আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা। শুভ কামনা।
loading...
সারা রাত্রি জেগেছে শিশির গুলো ঘাসে
চারিদিকে ঝিরঝিরে বাতাসের শব্দ …
ঘুমের শিয়রে সাদা সাদা মেঘ
হলুদ পাতা হয়ে উড়ে
শঙ্খচূড় পাহাড়ে !———–চমৎকার কবি আপু
loading...
আন্তরিক ধন্যবাদ কবি দাদা আলমগীর সরকার লিটন। শুভেচ্ছা নিন।
loading...
কবিতায় কোথায় যেন মনোকষ্টের আকাশে এক রাশ ঘন কালো মেঘের ছায়া।
প্রত্যাশা- ধুয়ে মুছে যাক সকল দুঃখ কষ্ট বেদনার কালো ছায়া।
শুভেচ্ছা রইলো বোন রাণু!
loading...
ধন্যবাদ রইল কবি বন্ধু এইচ এম শরীফ। শুভ কামনা। কবি আমি রানু / ণু নই। শুভ কামনা।
loading...
শেষ প্যারাটা দারুণ!
"শূন্য আকাশ রোদে শুকোয়"— কথাটা মনে ধরেছে। নিয়ে গেলাম!
loading...
কৃতজ্ঞতা জানবেন কবি ভাইয়া মিড ডে ডেজারট।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।জ্বী, কবি ভাইয়া …. " শূন্য আকাশ রোদে শুকোয়।" কথাটা আপনাকে দিলাম। শুভেচ্ছা নিন।
loading...
অদ্ভুত সুন্দর রানু দি। অভিনন্দন নিন।
loading...
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ কবি রিয়া দি''ভাই।
শুভ কামনা।
loading...
এমন সুন্দর লেখেন কিভাবে রানু আপা ?
loading...
তাই তো ? ভাবছি বসে …কবি সাজিয়া আফরিন আপু। আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শুভ কামনা।
loading...
সুন্দর রানু আপা।
loading...
অনেক ধন্যবাদ কবি আপু শাকিলা তুবা।ভাল থাকুন।
loading...