“আজি বসন্ত প্রভাতে” কবিতাটি নব বসন্তের আগমনে লেখা সনেট কবিতা। এই কবিতায় ফাল্গুনে বনে বনে পলাশ আর শিমূলের গাছে ফুটে ওঠা রং-বাহারি ফুলের সৌরভে ছুটে আসা অলির গুঞ্জনের কথা কবিতায় বলা হয়েছে। আরো বলা হয়েছে অজয় নদীর ঘাটে প্রকৃতির শোভা অতি মনোহর।
তরুর শাখায় শাখায় নব কিশলয় আর আমের শাখে নব মুকুলিত মঞ্জুরী প্রকৃতিকে সৌরভে আমোদিত করে। শিমূলের গাছে গাছে প্রাকৃতিক বসন্ত উৎসব লেগে গেছে। পলাশের বনে উড়তে থাকে শত শত পাখি। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে শিমূল আর পলাশের বনে বর্ণময় শোভা সবার দৃষ্টি আকর্ষণ করে।
শব্দনীড় ব্লগের সাথে সংযুক্ত সকল কবিবন্ধু ও লেখকবন্ধুদের জানাই ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
আজি বসন্ত প্রভাতে
লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের কুয়াশা মাখি আসিল ফাগুন,
তরুশাখে সুশোভিত নব কিশলয়।
পুষ্পিত কাননে অলি করে গুন গুন,
বসন্ত প্রভাতে ধরা ছবি মনে হয়।
বসন্ত আসিল আজি হৃদয়ে আগুন,
পুলকিত তাই আজি সবার হৃদয়।
আজি বসন্ত প্রভাতে রং লাগে মনে,
পূরবে অরুণ রবি ছড়ায় কিরণ।
ফাগুনের রং লাগে পলাশের বনে,
কুঞ্জে কুঞ্জে বিহগের মধুর মিলন।
দূরেতে অজয় নদী কুলু কুলু বয়,
অজয়ের নদীতটে জন কোলাহল।
শিমূল পলাশ বনে বর্ণ শোভাময়,
অজয় আপন বেগে বহে অবিরল।
loading...
loading...
বসন্ত মানে প্রকৃতির রঙ। রঙ এর এই সৌন্দর্য সাধারণত অন্য সময় খুব একটা চোখে পড়ে না। এই কথাটি যেমন সত্য তেমনি এই বসন্ত নিয়ে লিখা আপনার কিছু সৃষ্টি আমাদেরকেও আনন্দ দিয়েছে মি. ভাণ্ডারী। বিশেষ করে আমি সিক্ত হয়েছি। ধন্যবাদ।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
সাথে থাকুন, পাশে রাখুন।
বাসন্তী শুভেচ্ছা।
জয়গুরু!
loading...
চমৎকার লিখেছেন, ভালো লাগলো
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
সাথে থাকুন, পাশে রাখুন।
বাসন্তী শুভেচ্ছা।
জয়গুরু!
loading...
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম দাদা। ভালই লিখেছেন।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
সাথে থাকুন, পাশে রাখুন।
বাসন্তী শুভেচ্ছা।
জয়গুরু!
loading...
নিমগ্ন পাঠে মুগ্ধ হলাম কবি দা। সনেট এর জন্য অভিনন্দন।
loading...
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আপনার মন্তব্য পাঠে অনুপ্রেরণা পাই।
ভালো লাগে আপনার সুমন্তব্য। হৃদয় ছুঁয়ে যায়।
সাথে থাকুন, পাশে রাখুন।
বাসন্তী শুভেচ্ছা।
জয়গুরু!
loading...