প্রভেদ


কোথাও অতি বৃষ্টি ঝরে বানে ভাসে ধরা,
আবার কোথাও খরতাপে প্রাণী পাগল পারা।
তুষার ঝড়ে কোথাও কোথাও জীবন বিপন্ন,
কোথাও দাবানলে জ্বলে সবুজ অরণ্য।

কেঁদে কেঁদে অশ্রু ফুরায় কোথাও হাসির ঢল,
কোথাও অন্ন পথের ধুলায় কোথাও অমিল জল।
খরস্রোতে কূল ভেঙে যায় কোথাও জাগে চর,
গাছতলাতে জীবন যাপন কারো বিশাল ঘর।

বিনিদ্র কেউ ওষুধ খেয়েও কারো এমনিই পায়,
খাবার জন্যই বাঁচে কেহ বাঁচার জন্য খায়।
লড়াই করে কোনমতে প্রাণটা ধরে রাখে,
কেহ মরার পরেও হাজার বছর বেঁচে থাকে।

ভুবন লোকে লোকারন্য মনের মানুষ নাই,
কেহ খুশী অল্প পেয়ে কারো অঢেল চাই।
নানান রঙের মানুষ তবু সবার রক্ত লাল,
অর্থ বিত্ত প্রিয় কারো ইবাদত সম্বল।

খালি হাতে আসা আবার যাওয়াও খালি হাতে,
তবু দু-হাত ভরে পেতে জাগা রোজ প্রভাতে।
ডিগ্রী নিয়েও জানেনা কেউ শিক্ষা কারে কয়,
আবার কেহ মূর্খ হলেও বিদ্বান পরিচয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০২-২০১৯ | ২০:২৫ |

    আমাদের চারিদিকে কেবলই অসামঞ্জস্যতা।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৫-০২-২০১৯ | ১৭:৩৩ |

      আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
      ভালো থকুন সব সময়।

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১৯-০২-২০১৯ | ২০:৩৭ |

    হুম আসলেই তাই কবি বাবু দা। সত্য বলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৫-০২-২০১৯ | ১৭:৩৪ |

      আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
      ভালো থকুন সব সময়।

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৯-০২-২০১৯ | ২০:৫৪ |

    বিনিদ্র কেউ ওষুধ খেয়েও কারো এমনিই পায়,
    খাবার জন্যই বাঁচে কেহ বাঁচার জন্য খায়।

    নিদারুণ সত্য।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ২৫-০২-২০১৯ | ১৭:৩৪ |

      আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সুপ্রিয়।
      ভালো থকুন সব সময়।

      GD Star Rating
      loading...