আমার স্মরণীয় দিন ১৬ ফেব্রুয়ারি ২০১৭ইং

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ছয় বছর পূর্তি অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে সম্মাননা গ্রহণ করছি, আমি নিতাই বাবু।

একসময় বাটন মোবাইলের সেটিং থেকে কনফিগারেশন সেটিং করে ইন্টারনেট ব্যবহার করতাম। মোবাইল ছিল নোকিয়া N73। দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইলটি আর ভালো লাগছিল না। এরপর শুরু হলো নোকিয়া C-3 দিয়ে ইন্টারনেট ব্যবহার করা। গুগলে সার্চ করা। বিভিন্ন ব্লগে উঁকি মারা। ফেসবুকে অ্যাকাউন্ট খোলা সহ আরও অনেককিছু।

২০১৫ সালের জানুয়ারি- ফেব্রুয়ারি মাসের কথা। ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে লেখকদের লেখা পড়তে ভালো লাগতো। মনে স্বপ্ন জাগতো। নিজেরও লিখতে ইচ্ছে করতো। একসময় ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে রেজিস্ট্রেশন করলাম। নোকিয়া C-3 মোবাইলে বাংলা লেখা যায় না। কোনরকমভাবে ইংরেজি বর্ণ দিয়ে কয়েকটি শব্দের সমন্বয়ে একটা লেখা জমা দিলাম। লেখা জমা দেওয়ার বেশকিছুদিন আর ব্লগে প্রবেশ করিনি।

এরপর প্রায় দুই তিনমাস পর সিম্ফনি W82 মডেল-এর একটা মোবাইল কিনলাম। দাম ৯৫০০টাকা মাত্র। সেইদিনই ব্লগে উঁকি দিলাম। উদ্দেশ্য হলো, আমার জমা দেওয়া লেখাটার অবস্থা দেখা। দেখি সম্মানিত মডারেটর লেখার শিরোনাম বাংলায় দেওয়ার জন্য বলছে। সিম্ফনি এন্ড্রোয়েড মোবাইলে বাংলা লেখা যেত। লেখার শিরোনাম দিলাম, “আমিও মানুষ”। আবার জমা দিয়ে আর ব্লগে প্রবেশ করি না। প্রায় পনেরো দিন পর ব্লগে উঁকি দিলাম। দেখি আমার লেখায় কয়েকজন সম্মানিত লেখকদের মূল্যবান মন্তব্য। সেসব মন্তব্যের উত্তর লিখতে গেয়েই, আমি ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সকল সম্মানিত ব্লগারদের হৃদয়ে বন্দি হয়ে গেলাম। এরপর নারায়ণগঞ্জের নাগরিক সমস্যা নিয়ে ব্লগে অনেক লিখেছি। বেশি লিখেছি শীতলক্ষ্যা নদী নিয়ে, আর নারায়ণগঞ্জ শহর নিয়ে।

এরপর নির্ধারিত হলো ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ছয় বছর পূর্তির দিনক্ষণ। তারিখ ছিল, গত ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ইং, বৃহস্পতিবার। ব্লগের ছয় বছর পূর্তিতে থাকবে, লেখক সম্মাননা ও লেখকদের লেখায় ছাপা অক্ষরে তৈরি বই-এর মড়ক উম্মোচন। অবশ্য ব্লগের সকল ব্লগারদের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

সেইদিন আমাদের নাগরিক সাংবাদিকদের মিলনমেলায় কাউকে সেথে করে নিতে পারিনি। কোনও ঘনিষ্ঠ বন্ধুও আমার সাথে যায়নি। অথচ অনেক বন্ধুকে আমি রিকুয়েস্ট করেছিলাম। নিরুপায় হয়ে আমি একাই পৌঁছে গেলাম ব্লগের ছয় বছর পূর্তি অনুষ্ঠানে। মিলন মেলার আয়োজন করা হয়েছিল, ঢাকা ধানমন্ডি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টাওয়ারে।

ওইদিন ছয় বছর পূর্তি অনুষ্ঠানে ব্লগের লেখক লেখিকা ছাড়াও আমন্ত্রিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব সাঈদ খোকন সাহেব, বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কমিশনার সম্মানিত জনাব গোলাম রহমান সাহেব সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেল এর সাংবাদিকবৃন্দও। তাদের সাথে যোগ হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর।

একসময় শুরু হয় ব্লগের ছয় বছর পূর্তির আনুষ্ঠানিকতা। সভামঞ্চে আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়, আমন্ত্রিত অতিথিদের। সম্মানিত অতিথিবৃন্দ সভামঞ্চে আসন গ্রহণ করার পর তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। আর দেওয়া হয় ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্লগারদের ২৫টি লেখা দিয়ে প্রকাশিত ‘নগর নাব্য- মেয়র সমীপেষু বই। নাগরিক সাংবাদিকদের নির্বাচিত ২৫ লেখার সংকলন ‘নগর নাব্য- মেয়র সমীপেষু’র বইয়ের মোড়ক ‘উম্মোচন হয় সম্মানিত অতিথিবৃন্দের হাতের ছোঁয়ায়।

এরপর সম্মানিত ব্লগ মডারেটর প্রতিবছরের ধারাবাহিকতায় ব্লগারদের সম্মাননা দেওয়ার বিষয়ে প্রসঙ্গ টেনে আমার লেখার একটা শিরোনাম বলতে থাকে। শিরোনামটা ছিল ‘শীতলক্ষ্ম্যা নদীতে বিষাক্ত কেমিক্যালের পানি এবং আমাদের মৃত্যু’, আমি বসে বসে সম্মানিত মোডারেট-এর কথা শুনছিলাম। পরে সম্মানিত মেয়রের কাছ থেকে আমাকে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য মঞ্চের সামনে আসতে বলেন।

ঘোষনা দেয়ার সাথে সাথে আমার পাশে বসা আমার প্রিয় লেখক ফারদিন ফেরদৌস দাদা আমাকে অতিথিবৃন্দের সামনে যেতে বললেন। তখন আমি আনন্দে আর ভয়ে কাঁপছিলাম। আবার এই সম্মাননা পাবার আনন্দে ভেতরে-ভেতরে একপ্রকার কাঁদতে লাগলাম। সেটা ছিলো অতি সুখে আনন্দের কান্না। আমতা-আমতা করে সম্মানিত অতিথিবৃন্দের সামনে গিয়ে দাঁড়ালাম। সম্মানিত মেয়র সাহেব আমাকে আর একটু সামনে আসতে বলেন। আমি সামনে গেলেই সম্মাননার একটা ক্রেস্ট ও রঙিন কাগজে মোড়ানো দুটি পুস্তক সহ আমার হাতে তুলে দেয়।

আমি সম্মানিত মেয়রের হাত থেকে ব্লগের সম্মাননা পুরস্কার আমার হাতে নেওয়ার পরেই শুরু হয় মঞ্চে উপস্থিত সকল সম্মানিত ব্যক্তি ও আমার প্রিয় সহ-ব্লগার/লেখকবৃন্দদের হাততালি। আমি হাতে নিয়ে মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দদের সাথে করমর্দন করে সবাইকে নমস্কার জানিয়ে মঞ্চ থেকে নেমে এসে আমার প্রিয় লেখকদের সাথে বসি।

এর কিছুক্ষণ পর শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। সেই পর্বে আমাদের বিডিনিউজ ব্লগের অনেকেই সম্মানিত মেয়র সাহেবকে নগরের সমস্যা নিয়ে প্রশ্ন করেন, সম্মানিত মেয়র সাহেবও সেসব প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন-উত্তর পর্বের পরপর শুরু হয় স্বাগত ভাষণ, এরপর শুরু ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ষষ্ঠ বর্ষপূর্তির কেক কাটা। সম্মানিত অতিথিবৃন্দ ব্লগের ষষ্ঠ বর্ষপূর্তির কাক কেটে মিষ্টিমুখ করে সভাস্থল ত্যাগ করেন। আমরা সকল ব্লগার/লেখকরা মেতে উঠি আনন্দে উল্লাসে, হাসি আর গানে।

সেইদিন মিলনমেলায় সবার সান্নিধ্যে আমি খুশিতে আত্মহারা হয়ে পড়ি। মনে হয়েছিল আমি নিজ পরিবারের আপনজনদের সাথেই আনন্দে মেতে আছি। ব্লগের এই মিলনমেলায় এসে বুঝতে পারলাম, যারা লেখক, যারা লিখে তাদের মনটা থাকে অনেক বড়। লেখকরা খুব সহজেই যেকোনো মানুষকে আপন করে বুকে টেনে নিতে পারে। যারা লেখক তাঁরাই বুঝে মানুষের মনের কথা আর মনের ব্যথা।

আমার এই সম্মাননার জন্য আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগটিমের কাছে চিরদিন ঋণী। আমি ওই প্ল্যাটফর্মের সবার কাছে কৃতজ্ঞ। যারা আমাকে এই সম্মাননা দেয়ার ব্যাপারে সুপারিশ করেছেন। এই ঋণ শোধরানোর মতো নয়। ব্লগ বিডিনিউজ টোয়েন্টিফোর আমাকে বহু কিছু দিয়েছে। ব্লগ থেকে আমি বহুকিছু পেয়েছি, শিখেছি। দিতে পারি নাই কিছুই। আমার দেওয়ার সামর্থ্যও নাই।

আমার মতো একজন নগণ্য মানুষকে এই বিশাল সম্মাননা দিয়ে আমাকে ঋণী করার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে বিডিনিউজ ব্লগের সকল ব্লগার/লেখকদের কাছে আমি কৃতজ্ঞ ও আজীবন ভালোবাসায় আবদ্ধ হয়ে রইলাম। এই ভালোবাসা কোনদিন ছিন্ন হবার নয়। আর এই সম্মাননা আমার একার নয়, এই বিশাল সম্মাননা এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের সবার সম্মাননা। জয়তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, জয়তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের নাগরিক সাংবাদিক ব্লগার/লেখকবৃন্দ। সেইসাথে জয় হোক স্বনামধন্য শব্দনীড় বাংলা ব্লগ সহ ব্লগের সকল লেখক লেখিকাদের। জয় হোক মানবতার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০২-২০১৯ | ৭:১৫ |

    অভিনন্দন মি. নিতাই বাবু। জয় হোক মানবতার।
    জয় হোক সৃষ্টি কলম কী-বোর্ডের। নিরন্তর এগিয়ে চলুন প্রিয় লিখক।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৭-০২-২০১৯ | ১৩:১২ |

      এগিয়ে চলার মাঝে আপনাদের আশীর্বাদ কামনা করি। সকলের আশীর্বাদ না থাকলে আর এগুতে পারবো না, শ্রদ্ধেয় কবি দাদা। বর্তমানে ব্লগ ডট বিডিনিউজে বেশি সময় দিতে পারি না। যেটুকু সময় পেয়ে থাকি, তা ফেসবুক আর শব্দনীড়ে কাটিয়ে দেই। তাই আমার এই স্মরণীয় দিনের স্মৃতিবিজড়িত ঘটনাবলী শব্দনীড়ের সকলের মাঝে শেয়ার করেছি। শেয়ার করতে গিয়েও মানসিক টেনশনের কারণে পোস্টের শিরোনামে হয়েছে ভুল। অতঃপর সংশোধন করা হয়েছে। আপনি নিশ্চয় খেয়াল করেছেন, শ্রদ্ধেয় কবি দাদা।

      পরিশেষের আপনাকে সহ ব্লগের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সকলের আশীর্বাদ কামনা করি। আশা করি সবাই ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১৭-০২-২০১৯ | ১৯:৩০ |

    ওয়াও। অভিনন্দন কবি নিতাই বাবু। ফুলেল শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৮-০২-২০১৯ | ২:১০ |

      আপনার জন্যও শুভকামনা রইল, শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। আশা করি ভালো থাকিবেন।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৭-০২-২০১৯ | ২০:৩৩ |

    আপনার লেখক জীবনের কিয়দাংশ পড়লাম দা। উত্তরোত্তর আপনার মঙ্গল কামনা করি। ইশ্বর সহায় হোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নিতাই বাবু : ১৮-০২-২০১৯ | ২:১৩ |

      সবই মহান ঈশ্বরের কৃপা আর আপনাদের সকলের আশীর্বাদ, শ্রদ্ধেয় রিয়া দিদি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। 

      GD Star Rating
      loading...