মৃতদের শব
আসলে বিবর্ণ যে কোন কিছু মৃত,
আর তার অাবরণে জেগে থাকে যে খোলস
তাকেই শব্দহীনতায় বন্ধী করে তৈরী করি কফিন।
একটি মানুষ বহুবার সেই স্বাদ গ্রহন করে
কখনো প্রেমে,কখনো বিসর্জনে
কখনো মনে, কখনো শরীরে
কিছু লোক তো আছে খাবারের অভাবে বিবর্ণ
কিছু লোক বিবর্ণ চাঁদের আলোর দড়ি কিনে
গলায় ফাঁস দিয়েছে;
এখনো শব্দহীনতার অাকাশে ভেসে চলে যে গাঙ্গচিল
সেগুলো হয় কবি নয় ঝড়ে যাওয়া প্রেমিক পুরুষ।
আজকাল সত্যিকারেরর মানুষ গুলোই রংহীন গোত্রহীন
পরে থাকে অতলান্ত নিঃশব্দতা নিয়ে
উড়ে বেড়ানো রঙিলা পাখির দল
শব্দতুলে নৌকাবাইচ করে।
ক্লান্তিহীন, নিদ্রাহীন চিরনিদ্রায় শুয়ে আছে তামাম
গৃহীজীবন, জলের ভাঁজে ভাঁজে কাগজের নৌকাগুলো একটু দুরে সরে হেলে পরে সেই উর্মিমালায়;
বৈতরণীর তীরে তৈরী থাকে যে তীর তা থেকে কেউ কোন দিন বের হতে পারে না, এটাই শেষ অঙ্ক; কিন্তু
সেই পথে যাবার আগে প্রতি নিয়ত যে জলসম রং ঘিরে ধরে তার থেকে কেউ বের হতে পারি না;
হয়তো মুচকি হাসির খোরাক দিয়ে শুরু হয় বসন্তসুখ
সব সখিদের তার পর সখিদের শব নিয়ে চলে যায় ধূসরিত দিন, আর
আমাদের মাঝে বয়ে চলে
ঝরনার বিবর্ণ জল
পাহাড় থেকে
সমতলে।
_________
১৩/০২/২০১৯
loading...
loading...
মৃতদের শব বা মৃতদেহের মিছিল অথবা শবযাত্রা …
অর্থ যেটাই হোকনা কেনো কবিতার থীম অসাধারণ বন্ধু খেয়ালী মন। শুভ সকাল।
loading...
ভাব ও গাম্ভিীর্যে আজকের লেখাটি অসাধারণ হয়েছে প্রিয় মন দা। ভোট দিলাম।
loading...
সখিদের শব নিয়ে চলে যায় ধূসরিত দিন, আর
আমাদের মাঝে বয়ে চলে
ঝরনার বিবর্ণ জল
পাহাড় থেকে
সমতলে।
পিরামিড কবিতার বার্তা মগজে নেবার মতো। দারুণ হয়েছে কবি খেয়ালী ভাই।
loading...
এখনো শব্দহীনতার অাকাশে ভেসে চলে যে গাঙ্গচিল
সেগুলো হয় কবি নয় ঝড়ে যাওয়া প্রেমিক পুরুষ।
সুন্দর হয়েছে ভাই।
loading...