ফাগুনে রাঙা বিবাহ-বার্ষিকী
লক্ষ্মণ ভাণ্ডারী
ফাগুন রাঙানো অরুণ প্রভাতে
বিবাহ বার্ষিকী আজ,
তরুশাখে শোভে নব কিশলয়
অপরূপ তার সাজ।
ফুলের বাগানে ফুটেছে কলিরা
পাখিরা গাহিছে গীত,
বসন্ত এলো রে এ ধরার পরে
নাহি আজি আর শীত।
কমল কাননে মধু আহরণে
ধেয়ে চলে অলিদল,
অজয় তটিনী আপনার বেগে
বয়ে চলে কল কল।
ফাগুনের রঙে রাঙিয়ে ভুবন
অরুণ ডুবিল সাঁঝে,
বেজে উঠেছিলো বিয়ের সানাই
সেদিন আঙিনা মাঝে।
চাঁদ তারা হাসে রাতের আকাশে
রাত কাটে ভোর হয়,
বর্ষে বর্ষে আসে বিবাহ বার্ষিকী
স্মৃতি হয়ে মধুময়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ফুলের বাগানে ফুটেছে কলিরা
পাখিরা গাহিছে গীত,
বসন্ত এলো রে এ ধরার পরে
নাহি আজি আর শীত।
বাহ্। খুব পরিচ্ছন্ন হয় আপনার ছন্দ কবিতা প্রিয় লক্ষ্মণ দা।
loading...
আপনার লেখায় যে ছন্দের অপরিসীম ব্যবহার তাতে করে মুগ্ধ হতে হয়।
ছন্দ রসিক মানুষ আপনি। অভিনন্দন এবং সম্মান নিন দাদা।
loading...
চিরকালই আমি ছন্দ লিখার ভক্ত। ভীষণ ভালো লাগে। অভিনন্দন মি. ভাণ্ডারী।
loading...
ফাগুনের শুভেচ্ছা জানবেন কবি।
loading...