চকোলেট দিবস (হ্যাপি চকোলেট ডে)

আজ ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিবস পবিত্রতম চকোলেট দিবস।(হ্যাপি চকোলেট ডে) দেশে দেশে এই উত্সবের দিনটি পালিত হয় সারা ভুবনজুড়ে।

একগুচ্ছ গোলাপের সাথে ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিনটি ইউরোপ আমেরিকায় উদযাপিত হয় এক বাক্স চকোলেট নিয়ে। সেই প্রাচীনকাল থেকে চকোলেট উপহারের মাধ্যমে পছন্দের মানুষটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে বার্তাটি।

প্রাচীনকাল হতে চকোলেটকে আধ্যাত্মিক প্রজ্ঞার বিষয় হিসেবে বিয়ের উত্সবে ব্যবহার করা হতো। চকোলেটকে এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্টস রয়েছে, যা উদ্দীপক, দুশ্চিন্তা নিরোধকের কাজ করে। কাছের মানুষটির দুশ্চিন্তা নিরোধের জন্য আপনিও এক বাক্স চকলেট উপহার দিতে পারেন।

শব্দনীড়ের সাথে যুক্ত সকল কবি, সাহিত্যিক, লেখক-লেখিকাগণকে জানাই পবিত্রতম হ্যাপি চকোলেট ডে (চকোলেট দিবস)-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

চকোলেট দিবস (হ্যাপি চকোলেট ডে)
লক্ষ্মণ ভাণ্ডারী

চকোলেট দিবসেতে চকোলেট চাই,
চকোলেট দিয়ে আজি শুভেচ্ছা জানাই।
জানে ভালো সকলেই আজিকার দিনে,
প্রিয়জনে দিতে হয়, চকোলেট কিনে।

চকোলেট বাক্স সাথে দামী উপহার,
গোলাপী গোলাপগুচ্ছ রেখো দুইচার।
মনে রেখো আজিকে গোলাপ দিবস,
চকোলেট দিলে আজি প্রিয়া হয় বশ।

ভালবেসে চকোলেট দাও প্রিয়জনে,
চকোলেট দিবসের পূণ্য শুভক্ষণে।
গোলাপের গুচ্ছ এক ধরি একহাতে,
ভালবাসা বিনিময় করো প্রিয়া সাথে।

চকোলেট ডে আজিকে করহ পালন,
কাব্য লিখিলেন কবি ভাণ্ডারী লক্ষ্মণ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০২-২০১৯ | ১১:২৪ |

    আলোচনার সাথে কবিতা উপহার চমৎকার হয়েছে প্রিয় কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী। অভিনন্দন সহ শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৯-০২-২০১৯ | ১৮:২৭ |

    আপনাকেও হ্যাপি চকোলেট ডে'র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন কবি দা। Smile

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০২-২০১৯ | ১৮:৪৮ |

    জয়গুরু! জয়গুরু! জয়গুরু! কবি লক্ষ্মণ দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...