আমি মানুষ নই
,
যে মেয়েটি রোজ রোজ রক্ত চোখ পুড়িয়ে
ভোর আঁকে বকুলের সুতোই,!
একদিন সেও স্তব্ধ হয়ে যায়,,,
জলের উপর পাখা হীন কুয়াশার মতন
জলের আয়নায়,!
নিজেই নিজের প্রতিচ্ছবি দেখে সভ্য সমাজে,!
যে মেয়েটি বুঝতে পারে,
তার ফ্রকের আড়ালে শুকুনি চোখ খুঁজে ফিরে
নগ্ন সুখ,!
সে মেয়েটিও একদিন বুঝতে পারে তার প্লাবনতা,!
মেয়েটি একদিন স্পষ্ট বুঝতে পারে আমি মানুষ না,!
শুকুনি চোখে নগ্ন সুখ
আমি
আমার বুকে আঁচড় কাটুক নগ্ন নখ,!
অতঃপর,
নিজেকে লুকিয়ে রাখে অন্ধকারে-তবুও মনে ভয়,!
একদিন হঠাৎ,
শেষ হয় শিউলি পথ অন্ধকার মাড়িয়ে গহীন অরণ্যে
ঝরা ফুল শুকিয়ে মলিন বাতাস মেখে স্তব্ধ বাতায়নে,!
অতঃপর,
নিজেকে লুকিয়ে রাখে অন্ধকারে-তবুও মনে ভয়
এই বুঝি বলছে ওরা তুই মানুষ না,মানুষ না,!
০৫/০২/১৯
loading...
loading...
সুন্দর কবিতা প্রিয় কবি সুজন হোসাইন। শুভ সকাল।
loading...
ধন্যবাদ প্রিয় কবি। অভিনন্দন জানবেন।
loading...
কবিতা সুন্দর হয়েছে কবি সুজন ভাই। অভিনন্দন।
loading...