ফকির ইলিয়াস এর দুটি কবিতা
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পরাণ
………………
বৃথাই কল্প পথ চাওয়া। আসে না কেউ চন্দন হাতে সাজাতে
সকাল। কাল থেকে মহাকাল বয়ে যায় ভাটিতে। যেতে চেয়েও
হয়না যাওয়া। সীমানার দখিনে যে দেয়াল, তা ডিঙিয়ে ওপারে
যেতে পারলে হয়তো পাওয়া যেতো দেখা সমুদ্রের। দ্বীপের পর
দ্বীপ, বাসিন্দারা সবাই দেখেছে কালাপানি। কাটিয়েছে জীবনের
দ্বীপান্তর। অন্তর আর পরাণের পার্থক্য ভুলে গেছে সম্মিলিত সবাই।
পাই-আনা-কড়ি দিয়ে তিলে তিলে কেনা পাঁজরের ছবি তারা খুব
যতনে দিয়েছে রেখে। যা দিয়ে প্রজন্মরা পরাণচিত্র যাবে এঁকে।
#
পশুত্বের অন্য খোঁয়াড়ে
…………………………………
নগরে পশুদের প্রাদুর্ভাব দেখে কেঁপে উঠে চিত্ত। গত হয়েছে
যে মানুষেরা, তাদের কথা মনে পড়ে। বেড়ে উঠছে যে বিষাদ
তার পাশে ডানা ঝাপটায় নবীন প্রজাপতি। ক্ষতি নেই জেনে
আমিও উন্মুখ হয়ে আমার মনের পশুটাকে শিকলে আটকাই।
পাই পাহাড়ের দেখা আরেক পূর্বাচলে। বলে আমাকে- পশুত্বের
অন্য খোঁয়াড়ে বেড়ে উঠছে যারা, এরা তো আদিম, – তাই
বুনো শেয়াল ও ভয় পেয়ে চলে গেছে দেখো, অন্য কোনো পাড়ে।
#
loading...
loading...
দুটি কবিতার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।
loading...
অভিনন্দন প্রিয় কবি দা।
loading...
শুভেচ্ছা কবি ইলিয়াস ভাই।
loading...
* দুটো কবিতাই ভালো লেগেছে…
loading...