আপনার ভাবনাকে আপনি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন? যতদূর আপনি ভাবনার গণ্ডি তৈরি করতে পারবেন।
এই ভাবনার গণ্ডি আপনি কতদূর প্রসারিত করতে পারবেন? যতদূর আপনি আপনার জ্ঞান বোধ বুদ্ধি প্রসারিত করতে পারবেন।
এই জ্ঞান বোধ বুদ্ধি আপনি কতদূর প্রসারিত করতে পারবেন? যতদূর যত বেশি আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন।
এই শিক্ষা আপনি কতদূর কতটা বেশি প্রসারিত বা জমা করতে পারবেন। যতদূর বা যতটা বেশি আপনি প্রকৃতির থেকে মানুষের থেকে বই থেকে আপনার দুচোখ খোলা জীবন থেকে গ্রহণ করতে পারবেন।
ভাবনা হল পুঞ্জীভূত জীবনের দু এক ফোঁটা রস। সেই ভাবনার মধ্যে সৃষ্টি থাকলে অথবা সৃষ্টিমূলক কিছু ভাবলে তার অনেকদিক অনেক মুখ তৈরি হয়ে যায়। কিন্তু ভাবনার মধ্যে ধ্বংসমূলক কিছু থাকলে তার মুখ একটা। শুধু ধ্বংস বা শেষ। যার আর অন্য কোন ভাবনা নাই। দিক নাই। দিশা নাই।
কিন্তু সৃষ্টির শুরু নাই শেষ নাই শুধু তৃপ্তি আছে। আদিগন্ত জীবন আছে। তাই ভাবুন। ভাবার জন্য জীবন সঞ্জয় করুন। তার থেকে ভাবনার নির্যাস বের করে জীবনকে রসসিক্ত করুন।
loading...
loading...
আলোচনা চমৎকার হয়েছে মি. বেরা।
loading...
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন
loading...
অনেক অনেক শুভেচ্ছা বেরা দা।
loading...
ধন্যবাদ
ভাল থাকবেন
loading...
নারী পুরুষ তারতম্য নিয়ে আপনার একটি পোস্ট পড়েছিলাম খুঁজে পাচ্ছি না।
loading...
লেখাটি ডিলিট করে দিয়েছি। আপনি তো পড়েছেন। যদি লাগে বলবেন ইনবক্স করে দেব। ভাল থাকবেন।
loading...
অসাধারণ।
loading...
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন।
loading...