বুঝি শুধু সুখ দুঃখ, আনন্দ বেদনা

আচ্ছা – দুঃখ ছাড়া কি জীবন হয় ?
মস্ত বড় পৃথিবী জুড়ে
কোথাও কি কেউ একটু হলেও দুঃখী নয় !!
শুনেছি, জনবহুল শহরে নাকি স্বপ্ন পোড়ে
এও শুনেছি, চাঁদের গালে নাকি টোল পরে
আরো শুনেছি, স্বপ্ন লোকে মানুষের গল্প উড়ে
শুনেই আমি হেঁসে গড়াগড়ি
মন পোড়া গ্রামে, মানুষ নাকি কল্পনাতে ভূত ধরে।

কেউ একজন বলেছিলো, কবে মনে নেই
রিক্ত হৃদয় নাকি সন্ধের আকাশে স্বচ্ছ দেখা যায়
সুখ – সুখ নাকি শুধুই ফাঁকি
শুনেছি, চায়ের দোকানে, সুখের নামে পরিমলের বেশ কিছু বাকি
আরো শুনেছি নীল রং নাকি কবিদের মন গড়া বাড়াবাড়ি
বেদনার আয়োজনে কবির রং-তুলির সাথে নিত্য নতুন ছল চাতুরি
সত্য মিথ্যে জানিনা
জোছনার বুক চিড়ে নাকি বেদনার রক্ত ঝরে।

মানুষের বুক চিড়ে নাকি এক বর্ষা গল্প কথা
কে জানে দিনকাল যা পড়েছে,
ভণ্ড জোছনার হৃদয় জুড়ে নাকি লক্ষ কোটি বেদনার আত্ম কথা
আমি অত শত বুঝিনা
বুঝি শুধু সুখ দুঃখ, আনন্দ বেদনা
বুঝি হৃদয়ের শীতল হাওয়া
লোকে বলে প্রেম নাকি এক জীবনে একজনকেই
আমার হাসি পায়, তাহলে যে কবিদের লোকালয় ছেড়ে পালতে হবে …

রবিঠাকুরের কবিতায় তাহলে জমতো ধূলি
বর্ষায় সর্ষে ইলিশ আর খিচুড়ি
মেঘ দুপুরে হাতে রবীঠাকুরের কবিতা
বদলে যেত এক ধু ধু তেপান্তর
ওন দা স্পট থমকে যেতে পারে
ঝর্ণার অবিরাম ঝরে যাওয়া প্রান্তর।

শুনেছি শর্ত বিহীন হাত আজকাল কেউ ধরে না
আমি অতি সাধারণ একজন, অত শত ঠিক বুঝি না।

বুঝি শুধু সুখ দুঃখ, আনন্দ বেদনা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ১৪-০১-২০১৯ | ১১:৩১ |

    চমৎকার লাগল বেশ অনুপ্রাণিত 

    অনেক শুভ কামনা রইল ————

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৬-০১-২০১৯ | ২১:৪২ |

      অনেক ধন্যবাদ আলমগীর ভাই। Smile

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১৪-০১-২০১৯ | ১১:৪০ |

    শর্ত বিহীন হাত আজকাল কেউ ধরুক আর না ধরুক …
    আমাদের আমিত্বের অতি সাধারণে কেউ একজন হোক অসাধারণ।

    আনন্দ দুঃখ বেদনায় আমরা যেন হই আমাদের সহযাত্রি। শুভেচ্ছা বোন সাজিয়া। Smile

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৬-০১-২০১৯ | ২১:৪৩ |

      আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আজাদ ভাই। Smile

      GD Star Rating
      loading...
  3. নিতাই বাবু : ১৪-০১-২০১৯ | ১১:৫৯ |

    নিজের স্বার্থ ভুলে, আমরা থাকবো সুখে দুখে একে অপরের তরে! কবিতা পড়ে মুগ্ধ হলাম। ধন্যবাদ অজস্রবার।

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৬-০১-২০১৯ | ২১:৪৪ |

      শুভেচ্ছা কবি নিতাই বাবু। Smile

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৪-০১-২০১৯ | ১৩:২২ |

    মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতাটি পড়ে। শব্দনীড়ে স্বাগতম দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ১৪-০১-২০১৯ | ১৯:৪৪ |

    ভালো লাগছে এই জন্য যে, শব্দনীড় বোধকরি আরেক জন সুলিয়ে পেলো। ভালো লিখেছেন। স্বাগতম বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • সাজিয়া আফরিন : ১৬-০১-২০১৯ | ২১:৪৫ |

      ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। Smile

      GD Star Rating
      loading...
  6. নূর ইমাম শেখ বাবু : ১৫-০১-২০১৯ | ১২:৩৮ |

    মনোমুগ্ধকর!

    GD Star Rating
    loading...
  7. সাজিয়া আফরিন : ১৬-০১-২০১৯ | ২১:৫৯ |

    ধন্যবাদ কবি ইমাম ভাই। Smile

    GD Star Rating
    loading...