কুয়াশার ছায়াগাছ
একটা সুন্দরের জন্য তোমাকে আঙুলের ছাপে কেনা-
দীর্ঘদিন বুকের দিগন্তে পোষ মানিয়ে জং ধরা বহু বৃত্তপথ
দালানের চিলেকোঠায় গা ঘেষে দাঁড়ানো
শজনেপাতার গ্রাম, নির্জন আঁধারে জ্যোৎস্নার স্কুল পাঠ,
নিঃশব্দ্যের গহীনে রাত জাগা পথহীন ভ্রমণ-
হেঁটে চলা নীল ঘড়ি, কুয়াশার বাতাসে বয়ে চলা জলময়ী নদী;
আরেকটু অপেক্ষার পাহাড় ভাঙ্গে ভেঁপু বাজানো পাঁজর খুলে-
তারপর কেঁচিতে নেশারঝোঁক কাটতে-কাটতে
দুহাতে কুয়াশার ছায়াগাছ সরায়-প্রতিদিনের মত
চোখ এপাশ ওপাশ ঝুঁকে যায় অবিলুপ্তি কামনা করে
যতদূর নিস্তব্ধতা কুয়াশার নির্মম ঘোর ছায়া-
অথচ সে নিজেকে লুকায়-কাছে আসতে দেরী করে
হৃদয় যন্ত্রণার আলোড়ন!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'নিঃশব্দ্যের গহীনে রাত জাগা পথহীন ভ্রমণ-
হেঁটে চলা নীল ঘড়ি, কুয়াশার বাতাসে বয়ে চলা জলময়ী নদী;'
অসাধারণ দুটি চরণ। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান।
loading...
আপনার কবিতা আমার সবসময় ভাল লাগে কবি দা। শ্রদ্ধা রইল।
loading...
সাধারণে অসাধারণ কবি সুলতান ভাই। অভিনন্দন।
loading...
আপনার লেখা কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ভালো থাকবেন প্রিয় কবি।
loading...