মুজিব জাস্ট ল্যান্ডেড ইন হি’জ ল্যান্ড
একজন বিদেশি সাংবাদিক ফোনে জানিয়ে দিলেন
সেই সুসংবাদ!
‘মুজিব জাস্ট ল্যান্ডেড ইন হি’জ ল্যান্ড’
একজন কৃষক, একগুচ্ছ ধানী ফসল হাতে নিয়ে
যিনি ছুটে এসেছেন মৈমনসিংহ থেকে-
তিনি আওয়াজ তুললেন- ‘জয় বাংলা’
একজন হকার, গামছা দিয়ে মুখ মুছতে মুছতে
তাকালেন আকাশের দিকে। তেজগাঁও বিমান বন্দরের
সুগভীর নীলাকাশ ভেদ করে উড়ে গেল
একঝাঁক কবুতর।
.
তিনি এয়ারক্রাফট থেকে নেমেই স্পর্শ করলেন
সেই মাটি। যে মাটি পুড়িয়ে গেছে পাক হানাদার,
যে মাটিতে মিশেছে লাখো শহীদের রক্ত,
যে মাটিতে ধর্ষিতা হয়েছেন লাখো নারী!
.
এবং বললেন- আমার কাছে দেবার কিছুই নেই।
আমি ফিরে এসেছি আপনাদের মাঝে,
আমি ফিরে এসেছি তোমাদের কাছে,
আমি বাঙালী, আমি মানুষ!
.
লাখো মানুষ আবারও তাকালেন তাঁর সেই
আঙুলের দিকে। সাতই মার্চে যে শাণিত আঙুল
দেখিয়েছিল সূর্য, দেখিয়েছিল পথ-দেখিয়েছিল স্বাধীনতা।
.
মুজিব এসেছেন, এসেছেন নেতা, এসেছেন সেই অগ্নিপুরুষ
বাংলার আকাশ জুড়ে বিষাদিত আনন্দ রেখা আজ!
দশ জানুয়ারি উনিশ’শ বাহাত্তর এভাবেই লেখা হয়ে যায়
এভাবেই অমর হয়ে থাকে লাল-সবুজের
পতাকা ঘেরা মানচিত্রে।
@
নিউইয়র্ক/ ১০ জানুয়ারি ২০১৯
loading...
loading...
স্বাগতম হে মহাপুরুষ। অমর হয়ে থাকুন লাল-সবুজের পতাকা ঘেরা মানচিত্রে।
loading...
বিনম্র শ্রদ্ধা মহান এই পুরুষের প্রতি।
loading...
মুজিব জাস্ট ল্যান্ডেড ইন হি’জ ল্যান্ড।
loading...
এমন একটি মহৎপ্রাণ আর কখনো এই পৃথিবী নামের গ্রহটিতে আবির্ভাব হবে না। বিনম্র শ্রদ্ধা ! অমর হয়ে থাকবে পৃথিবীর সকল মানুষের হৃদয়ে আর ইতিহাসের পাতায়।
loading...
আহা অমিত সম্ভাবনার এমন খুশির দিনগুলো যদি বারবার আস্ত আমাদের জাতির জীবনে ! যদিও এমন সম্ভাবনাগুলো যখন আসে আমরা/আমাদের রাজনীতিবিদরা সবাই মিলে খুব আরাম করে সেগুলো খুন করি। কবিতা ভালো হয়েছে।
loading...