মাননীয় সরকার মহোদয়,
আজ প্রেমের একটি চুক্তিপত্র স্বাক্ষর
করা হোক,
এখানে কিছু বিষয় ভিত্তিক নীতি
নির্ধারণ করা হোক।
আমলাতন্ত্র থেকে গণতন্ত্র সব থাকুক।
‘তবে বাধ্যতামূলক নয়’ !
মাননীয় সরকার মহোদয়,
রাজপথের মোড়ে মোড়ে একটি করে
লাভক্যাম্প স্থাপন করা হোক।
এর দায়িত্বে থাকুক সব প্রেমিক-প্রেমিকা।
অন্তত সপ্তাহে একবার করে
মিছিল বের করা হোক,
মিছিলের একমাত্র প্রতিপাদ্য বিষয় হোক,
”প্রেমে জয় প্রেমে শান্তি প্রেমে মুক্তি
এসো সবাই প্রেমের পথে নামি।”
মিছিলে সব ধরণের লোক অংশ নিক,
কিশোর থেকে তরুণ,
যুবক থেকে বৃদ্ধ,
হ্যাঁ সব ধরনের লোক।
রমনার বটমূল কিংবা হাতির ঝিল,
নন্দন পার্ক কিংবা ফ্যান্টাসি,
শুধুমাত্র প্রেমিকদের জন্য উন্মুক্ত
করে দেওয়া হোক।
মাননীয় সরকার মহোদয়,
আসুন একবার দেখে যান সময় করে
জনৈক কবির পান্থশালা,
এখানে কত শত প্রেমিক যুগল
নিত্য নিত্য করে যায় প্রেম কীর্ত্তন !
হ্যাঁ আসুন..আসুন একবার…
আপ্যায়নের কোনো ক্রুটি হবে না
জনৈক কবির নির্মল ভাবনার
একখণ্ড মেঘ সাথে থাকবে
সাতরঙে এককাপ রংধনু।
আরো আছে শিশির স্নিগ্ধ ঘাসফুল,
কিছু বৃষ্টির টাপুর টুপুর জল,
আর একটি রোমান্টিক কবিতা।
আশা করি খুব একটা মন্দ হবে না।
মাননীয় সরকার মহোদয়,
গৌধুলির ঐ সীমান্ত রেখা মুছে
যাবার আগেই আসুন,
নির্জন সমুদ্র সৈকতে আজ পাকাপোক্ত ভাবেই
প্রেমের একটি চুক্তিপত্র স্বাক্ষর করা হোক।
loading...
loading...
শুভেচ্ছা কবি সুজন হোসাইন। শুভ সকাল।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন স্যার

loading...
দাবিনামাগুলো সত্যি চমৎকার! বাস্তবায়িত হলে সবাইর উপকার হতো। লেখককে ধন্যবাদ।
loading...
কৃতজ্ঞতা জানবেন প্রিয়
loading...
দারুণ হয়েছে সুজন ভাই।
loading...
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়
loading...
ভাল প্রস্তাবনা কবি সুজন দা। একমত হলাম।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
loading...