আপনকে পর করে পরকে আপন,
ঘর ছেড়ে চলে যায় যখন তখন।
অভিমানে চোখ দুটো করে ছলছল,
মন ভোলানোর আছে নানা কৌশল।
যার দিকে পড়ে তাঁর মায়া দৃষ্টি,
তাঁর মনে শুরু হয় ঝড় সৃষ্টি।
প্রেমের ফাঁদে ফেঁসে পড়ে তাঁর পায়,
নিঃস্ব হয়ে শেষে করে হায় হায়।
মিথ্যাকে পলকেই সত্য বানায়,
নিখুঁত এই অভিনয় বোঝা বেশ দায়।
ভুল করে যদি কেউ পড়ে তাঁর ফাঁদে,
সব কিছু হারিয়ে আজীবন কাঁদে।
কি যে জাদু জানে সে কি মধুর মায়া,
রাজ রানী বিমোহিত দেখে তাঁর ছায়া।
তাঁর কাছে কোন কিছু না পারার নয়,
মায়া জাদু দিয়ে সব করে ফেলে জয়।
পরকে আপন করা নয় অন্যায়,
তাঁর আগে আপনের আপন হতে হয়।
আপনকে অবহেলে করে পর পর,
পরে পরে করে করে খালী নিজ ঘর।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পরকে আপন করা নয় অন্যায়,
তাঁর আগে আপনের আপন হতে হয়।
আপনকে অবহেলে করে পর পর,
পরে পরে করে করে খালী নিজ ঘর।
loading...
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
loading...
শুভেচ্ছা রেখে গেলাম কবি বাবু দা।
loading...
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
loading...
শুভেচ্ছা কবি ভাই। ইরেজী নতুন বছরের শুভেচ্ছা।
loading...
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
loading...