পরম আনন্দ

ঘামে ভিজে ক্লান্ত দেহে, ঢলে পড়ি স্বপ্ন সুখে,
আঁকড়ে রাখে কেউ আমাকে, আলিঙ্গনে নিজের বুকে!
দেহ প্রাণের সঞ্জীবনী, দীর্ঘশ্বাসের শব্দ শুনি,
ফিসফিসিয়ে কানের কাছে, আবেদনের প্রতিধ্বনি।

অন্ধ আবেগ ব্যপক মোহ, অন্তরাত্মার কি বিদ্রোহ,
চোখের নেশায় মনের জোরে, পরশ পাবার সে আগ্রহ!
সুপ্ত প্রাণের হিংস্র থাবা, শরীরতত্ত্বে নীরব বোবা,
একত্রিত কিসের নেশায়, এই অবেলায় বোঝে কে বা?

রাতের গভীরতার সাথে, মাতাল নেশার সে ক্লান্তিতে,
মূল্যহীন হয় কাছে আসা, খুব সামান্য ভুল ভ্রান্তিতে!
স্বর্গসুখের মোহে ছুটে, ইচ্ছেমতন নিতে লুটে,
আবার বুকে ঢলে পড়ি, তখন হাঁসি দেখি ঠোঁটে!

যে হাঁসিটা দেখবো বলে, এই পৃথিবী যাই গো ভুলে,
শিহরণে কাঁপে দেহ, কল্পনাতে দোলা দিলে!
দাও দোলা দাও অনন্তকাল, খানিক পরেই আসবে সকাল,
তার আগে যাক তৃষ্ণা মিটে, ঘোর নেশাতে রাত্রি মাতাল!

এমনি আসুক রাত্রি আবার, পরম সুখে ঘাম ঝরাবার,
দিনের পরিশ্রমের শেষে, ক্লান্তি ভরা স্বপ্ন বহর!
সমন্বিত পরম সুখে, সার্থকতার সে আলোকে,
আলোকিত হই দু জনে, আঁধার রাতের এই পুলকে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ১৫-১২-২০১৮ | ২১:২১ |

    আপনার লিখা নিয়মিত পড়ে চলেছি কবি বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ১৫-১২-২০১৮ | ২১:২৩ |

    রাতের গভীরতার সাথে, মাতাল নেশার সে ক্লান্তিতে,
    মূল্যহীন হয় কাছে আসা, খুব সামান্য ভুল ভ্রান্তিতে!
    স্বর্গসুখের মোহে ছুটে, ইচ্ছেমতন নিতে লুটে,
    আবার বুকে ঢলে পড়ি, তখন হাঁসি দেখি ঠোঁটে!

    বাহ্ কবি দা।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১৫-১২-২০১৮ | ২১:৫০ |

    হুম Smile পরম আনন্দই বটে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৬-১২-২০১৮ | ১৯:৩৩ |

      ধন্যবাদ মুরুব্বী। বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

      GD Star Rating
      loading...
  4. সুজন হোসাইন : ১৬-১২-২০১৮ | ৯:৩৮ |

    অনেক সুন্দর লিখেছেন,,,ভালো লাগলো পড়ে,,,শুভেচ্ছা জানবেন,,,,    

    GD Star Rating
    loading...