গরজ বালাই
কবি- আবদুর রশীদ চৌধুরী
—————————————
(১)
মাসির মা কে পিসির বড়ো প্রয়োজন —
বড়ো কাছছাড়া তারা,
সম্পর্কটা বেশ রগড়ের।
বোধহীন বোধি বেসামাল,
সামলাতে তো ওটারই দরকার ;
না পারলে তাপ্পি মারতে মারতে
বেশ কিছুটা শেষ করা চলে….
(২)
ময়নার একটা পিছন আছে।
এবং পিছনটাই আগাটা টানে—-
ওটা মানুষটার ভেতরের ছবি।
ওটার মাপ হওয়া দরকার,
এলাকায় যেতে হয় তাই,
ওই এলাকাই বলে দেবে
ওর ঠিকুজি, ওর চড়াই – উৎরাই,
ওর গভীরতা, ওর গহন,
ওর জীবনবৃত্তের মাপহীন
ঘনত্ব,….. উৎকর্ষতা।
********************************
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবি- আবদুর রশীদ চৌধুরী এর কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবিবন্ধু।
loading...
শুভেচ্ছা জানবেন।
loading...
আপনার বরের লিখা কবিতা পড়লাম দিদি। স্বতন্ত্র গোছের লিখা।
loading...
অভিনন্দন দিদি ভাই। প্রণাম।
loading...
ধন্যবাদ জানাই।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী
loading...