বেদনার ক্ষণে


যন্ত্রণাগুলো সুখের মতন, ভাগাভাগি করা যায়?
বেদনার ক্ষণে কোন মানুষে, পাশে কি কাউকে পায়?
মানুষে মানুষে কত ভেদাভেদ, শুধুই দেবার বেলায়,
নেবার জন্য ওঁত পেতে থাকে, বিবেক হারায় হেলায়।

জাত বেজাতে কত লাঠালাঠি, ঘৃণ্য হানাহানি,
ধর্ম নামের বানিজ্যে শুধু, স্বার্থের টানাটানি।
এসেছে মানুষ যার কাছ হতে, চলে যাবে তাঁর কাছে,
এই জীবনে এক পলকের, ভরসা কি কারো আছে?

তবুও কেন দুঃখের ক্ষণে, কেউ নয় কারো পাশে?
মানুষে মানুষে এই ভেদাভেদে, পশু পাখিরাও হাঁসে।
পৃথিবীর যত প্রাণীকুল থাকে, শ্রেণী বদ্ধ ভাবে,
মানুষ কবে সেই কাতারে, নিয়ম অনুসারী হবে?

ক্ষুধার তাড়নায় কীটপতঙ্গ, একে অপরকে খায়,
তাঁর চেয়ে বেশী নিকৃষ্টতা, মানুষেতে দেখা যায়।
এই হানাহানি আর রেষারেষি, কবে যাবে লোকে ভুলে?
সব মানুষে কবে ব্যাথা পাবে, একজনে ব্যাথা পেলে?

আনন্দ আর উল্লাস যদি, ভাগাভাগি করা যায়,
দুঃখের বোঝা তবে মানুষে, কেন একাকী বয়?
একটি প্রাণের বেদনায় যেদিন, সব প্রাণ ব্যথী হবে,
হয়তো সেদিন পৃথিবী হতে, দুঃখ বিদায় নেবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ০৩-১২-২০১৮ | ২১:৫৬ |

    সুকঠিন আমাদের বাস্তবতায় থাকে একমাত্র স্বপ্ন। শুভেচ্ছা বাবু দা।

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৪-১২-২০১৮ | ১৫:২৮ |

      অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই শ্রদ্ধেয়।
      ভালো থাকুন।

      GD Star Rating
      loading...
  2. অর্ক : ০৩-১২-২০১৮ | ২২:০০ |

    বেশ লাগলো কবিতাটি। শুভেচ্ছা গ্রহণ করুন কবিবর ।    

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৪-১২-২০১৮ | ১৫:২৯ |

      অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই শ্রদ্ধেয়।
      ভালো থাকুন।

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৩-১২-২০১৮ | ২২:০৮ |

    এসেছে মানুষ যার কাছ হতে, চলে যাবে তাঁর কাছে,
    এই জীবনে এক পলকের, ভরসা কি কারো আছে?

    কোন বিশ্বাস নেই কবি বাবু ভাই। সচেতনা বাড়ুক আমাদের। 

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৪-১২-২০১৮ | ১৫:২৯ |

      অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই শ্রদ্ধেয়।
      ভালো থাকুন।

      GD Star Rating
      loading...
  4. মুরুব্বী : ০৩-১২-২০১৮ | ২২:২৩ |

    একটি প্রাণের বেদনায় যেদিন, সব প্রাণ ব্যথী হবে,
    হয়তো সেদিন পৃথিবী হতে, দুঃখ বিদায় নেবে।
    … গুড জব মি. শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৪-১২-২০১৮ | ১৫:৩১ |

      অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই শ্রদ্ধেয়।
      ভালো থাকুন।

      GD Star Rating
      loading...