মেয়েরে তুই বৃষ্টি হবি
আকাশ ধোয়া আজ শ্রাবণে!
ও মেয়ে তুই লিখবি কাকে
হৃদয় চিঠি আমন্ত্রণের?
মেয়েরে তুই থাকনা ছুঁয়ে
যাপন যত, গোপন জ্বালা!
ও মেয়ে আজ দেখনা চেয়ে
যাপিত এই জীবনমালা।
শোনরে তুই যাস না ভুলে
অতীত যত বিষাদ গাঁথা
বাদল দিনে, শালিক ভেজা
শীত মাখানো নকশীকাঁথা।
ফুলের কাছে শিখতে হবে
কান্না ভেজা, হাসির খেলা
পরাগ ছুঁয়ে প্রজাপতির
পাখনা মেলা রঙিন বেলা
আমার কাছে আয় শিখে নে
স্বপ্নগুলো উড়িয়ে দেওয়া।
একলা চলার মন্ত্র যত
দুঃখ গুলো লুকিয়ে নেওয়া।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ও মেয়ে তুই কেমন করে
এত গভীর ভাবনা ভাবিস
কেমন করে অন্তরে তোর
দ্রোহের আগুন জ্বালিয়ে রাখিস।।
দারুণ ছন্দগাঁথায় মন ভরে গেলো দিদিভাই।
loading...
ধন্যবাদ দিদি ভাই। সযেোজন করেছেন জন্য খুশি হলাম।
loading...
"আমার কাছে আয় শিখে নে … স্বপ্নগুলো উড়িয়ে দেওয়া
একলা চলার মন্ত্র যত … দুঃখ গুলো লুকিয়ে নেওয়া।"
ছন্দবোধনের লিখা সব সময়ই আমার পছন্দের। অভিনন্দন প্রিয় বন্ধু।
loading...
ধন্যবাদ প্রিয় বন্ধু। ভালোবাসা নিন।
loading...
মেয়েরে তুই বৃষ্টি হবি
আকাশ ধোয়া আজ শ্রাবণে!
ও মেয়ে তুই লিখবি কাকে
হৃদয় চিঠি আমন্ত্রণের?
* এটা আমার শব্দনীড়ে আসার সময় নয়, তবু আসলাম…
অফলাইন থেকে চলে যেতে পারিনি!
ভালো থাকুন প্রিয় কবি দি….
(ফাইভ স্টার)
loading...
অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি দা। ধন্যবাদ।
loading...
সত্যি অপূর্ব সুন্দর! কেমন আনচান করে উঠলো মন শেষে এসে। দারুণ ছন্দময় কবিতা প্রিয় ব্লগার। শুভেচ্ছা নিরবচ্ছিন্ন।
loading...
ভাল থাকবেন প্রিয় কবি অর্ক দা।
loading...
আপনার হাতের ছোঁয়া লেখনী পড়ে মুগ্ধ হয়ে গেলাম দিদি।
loading...
ধন্যবাদ আর কৃতজ্ঞতা নিতাই বাবু দা।
loading...
শুভকামনা করি!
loading...
ধন্যবাদ কবি।
loading...