স্বপ্ন ভঙ্গ

অবশেষে তুমি ভূমিষ্ট হলে এ পৃথিবীতে
৪৫ অতিক্রম করে ৫৭ ডেল ব্যাথা সয়ে
পৃথিবীর আলো দেখালো মা তোমাকে ৷

অতঃপর শুরু স্বপ্নদেখা তোমাকে নিয়ে
দিন, মাস, বছর পেরিয়ে গেলো একে একে
কুঁড়ি থেকে তুমিও অনেকটা বড় হয়ে গেলে,
পাঠশালার গণ্ডী পেরিয়ে গেলে হাইস্কুলে
তখনও মা, বাবার অনেক স্বপ্ন তোমাকে ঘিরে
অনেক সম্মান বয়ে আনবে জন্মভূমির জন্যে ৷

প্রয়োজন, শখ সবই তারা জলাঞ্জলি দিয়েছে
খেয়ে না খেয়ে দিনের পর দিন কাটিয়ে গেছে
শুধু তোমাকে মানুষের মতো মানুষ বানাতে ৷

কলেজ, ভার্সিটি মুখোরিত ছিলো তোমার পদচারণাতে
তারপর !
হটাৎ একদিন তুমি নিরুদ্দেশ হয়ে গেলে,
মা, বাবা কেঁদে-কেঁদে ঘুরছে দ্বারে দ্বারে
শুধুই তোমায় ফিরে পাবার ক্ষীণ আশা নিয়ে
অথচ তুমি সবকিছু বেমালুম ভুলে গেলে,
ভুলে গেলে ৫৭ডেল ব্যাথা সহ্য করা মাকে ৷

মানুষের মুখোশে কখন যে জঙ্গী হয়ে গেলে
দেশপ্রেম ভুলে আজ দেশদ্রোহীতে রুপ নিলে
আর রক্তের বিষাক্ত হোলি খেলায় মত্ত হলে
ভুলে গেলে রক্তের বদলে কভু স্বর্গনা মেলে
ধ্বংস করে দিলে মা, বাবার সব স্বপ্নগুলোকে
পরিণত হলে মানুষরুপী এক রক্ত খেঁকোতে ৷

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. সুজন হোসাইন : ২৫-১১-২০১৮ | ২২:৫২ |

    চমৎকার ভাবে বাস্তবতা প্রকাশ করেছে,,   

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৬-১১-২০১৮ | ৭:৪৬ |

    কবিতার প্রতি সম্মান রাখলাম প্রিয় কবিবরেষু। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • কাজী জুবেরি মোস্তাক : ২৬-১১-২০১৮ | ১৪:৩১ |

      ভালোবাসা অহর্নিশ মুরুব্বী আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য 

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৬-১১-২০১৮ | ১৪:৩৯ |

    কবিতার প্রতি সম্মান কবি মোস্তাক ভাই।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ২৬-১১-২০১৮ | ১৪:৪৬ |

    মুগ্ধ হলাম কবি দা। শক্তিশালী প্রকাশ হয়েছে আপনার কবিতার অনুষঙ্গে।

    GD Star Rating
    loading...