অবশেষে তুমি ভূমিষ্ট হলে এ পৃথিবীতে
৪৫ অতিক্রম করে ৫৭ ডেল ব্যাথা সয়ে
পৃথিবীর আলো দেখালো মা তোমাকে ৷
অতঃপর শুরু স্বপ্নদেখা তোমাকে নিয়ে
দিন, মাস, বছর পেরিয়ে গেলো একে একে
কুঁড়ি থেকে তুমিও অনেকটা বড় হয়ে গেলে,
পাঠশালার গণ্ডী পেরিয়ে গেলে হাইস্কুলে
তখনও মা, বাবার অনেক স্বপ্ন তোমাকে ঘিরে
অনেক সম্মান বয়ে আনবে জন্মভূমির জন্যে ৷
প্রয়োজন, শখ সবই তারা জলাঞ্জলি দিয়েছে
খেয়ে না খেয়ে দিনের পর দিন কাটিয়ে গেছে
শুধু তোমাকে মানুষের মতো মানুষ বানাতে ৷
কলেজ, ভার্সিটি মুখোরিত ছিলো তোমার পদচারণাতে
তারপর !
হটাৎ একদিন তুমি নিরুদ্দেশ হয়ে গেলে,
মা, বাবা কেঁদে-কেঁদে ঘুরছে দ্বারে দ্বারে
শুধুই তোমায় ফিরে পাবার ক্ষীণ আশা নিয়ে
অথচ তুমি সবকিছু বেমালুম ভুলে গেলে,
ভুলে গেলে ৫৭ডেল ব্যাথা সহ্য করা মাকে ৷
মানুষের মুখোশে কখন যে জঙ্গী হয়ে গেলে
দেশপ্রেম ভুলে আজ দেশদ্রোহীতে রুপ নিলে
আর রক্তের বিষাক্ত হোলি খেলায় মত্ত হলে
ভুলে গেলে রক্তের বদলে কভু স্বর্গনা মেলে
ধ্বংস করে দিলে মা, বাবার সব স্বপ্নগুলোকে
পরিণত হলে মানুষরুপী এক রক্ত খেঁকোতে ৷
loading...
loading...
চমৎকার ভাবে বাস্তবতা প্রকাশ করেছে,,
loading...
জ্বী জনাব
loading...
কবিতার প্রতি সম্মান রাখলাম প্রিয় কবিবরেষু। ধন্যবাদ।
loading...
ভালোবাসা অহর্নিশ মুরুব্বী আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য
loading...
কবিতার প্রতি সম্মান কবি মোস্তাক ভাই।
loading...
দোয় করবেন দাদাভাই
loading...
মুগ্ধ হলাম কবি দা। শক্তিশালী প্রকাশ হয়েছে আপনার কবিতার অনুষঙ্গে।
loading...
ভালোবাসা অহর্নিশ দিদিভাই
loading...