তোমায় নিয়ে পাখীর মত ডানা মেলে উড়ে,
হারিয়ে যাওয়া যেত যদি মেঘের ভেলায় চড়ে।
তুমি আমি হতাম না আর চোখের বালি কারো,
কি আনন্দ হত তবে ভাবতে কি তা পারো?
দূর দিগন্তে হারিয়ে যেতাম শুন্যে করে ভর,
এই পৃথিবীর সব বিপত্তি করে দিয়ে পর।
লজ্জা ভুলে হারিয়ে যেতাম দুজন দুজনাতে,
হারিয়ে যেতাম চাঁদের দেশে জ্যোৎস্না মাখা রাতে।
ইচ্ছে হলেই পাড়ি দিয়ে সমুদ্রের ও পারে,
ধূধূ মরু প্রান্তর শেষে কাশ বনের ও ধারে।
খর স্রোতা নদীর কূলে ভরা পূর্ণিমায়,
কিংবা মেঠো পথে হেঁটে নতুন কোন গাঁয়।
তোমার মনের মতন করে সাজিয়ে নিতাম বাসর,
ফুল, পাখীদের সঙ্গে নিয়ে জমিয়ে দিতাম আসর।
সব বাগানের সকল গোলাপ গুজে দিতাম খোঁপায়,
হাঁসি খুশী দু জন মিলে কাটিয়ে দিতাম সময়।
আকাশ তোমার আমার পানে থাকত শুধু চেয়ে,
ধন্য হতো দুটি জীবন দু জনাকে পেয়ে।
এক দিন ও না এই শহরের বেপরোয়া ভীড়ে,
যদি যেত হারিয়ে যাওয়া পাখীর মত উড়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
loading...
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
loading...
স্বাপ্নিক কবিতা। ব্যস্ত জীবনে এমন কবিতা পড়তে মন্দ লাগে না। শুভেচ্ছা কবি।
loading...
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
loading...
ভালো লাগলো পড়তে কবি বাবু ভাই।
loading...
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
loading...
স্বপ্ন দিয়ে ঘেরা থাক জীবনের অনুসঙ্গ।
loading...
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
loading...