একদিন মন নদীতে হেমন্তেও ফুটবে কাশফুল...

©কাজী ফাতেমা ছবি

দুলে উঠা কাশফুল ঝরে গেছে-চেয়ে দেখো,
এখানে এখন বিবর্ণ আকাশ-বেলা পড়ে আসে খুব তাড়াতাড়ি
তুমি ফিরে যাও-নি বাড়ি, কেমন যেনো গোমট হাওয়া
বাড়ি বলতে বুঝে ফেলো-না, রান্নাবাটি সংসার খেলা!

ফাঁকা শূন্য ভিতরবাড়ি-খাঁ খাঁ বিরানভূমি
কাক’রা এসে বসে থাকে মনের শাখে শাখে,
সুখ সুর অনুরণন কই আর বাজে-বেসুরো সুর রোজ রোজ;
শুনে শুনে পার করে দেই সকাল থেকে সন্ধ্যা।

দূরত্ব বেশ বেড়ে গেছে তাই-না?
ইচ্ছে করলে এখনো মনে ফেলতে পারো ভালবাসার নোঙর!
ইচ্ছে করলে এখনো বসতে পারো পাশে সমঝোতায়!
ইচ্ছে হলে এখনো গাইতে পারো সুখ সুখ গান
হাসতে পারো-গুমরো মুখে কত আর শুনি!
কেবল দিন গুনো না-হতাশা গুনো তো?
উদাস হাওয়ায় মন থুয়ে দেই ইচ্ছে
নিয়ে যাক ভাসিয়ে -যেথায় ইচ্ছে সেথায়!

দীঘির জলে হাঁসের মত ভাসতে ইচ্ছে, ডুবে যেতে ইচ্ছে
ভেজা বসনে দীঘির পাড়ের ঘাসে বসে যদি একটু ভারী নি:শ্বাস নিতাম
তবেই কি দীর্ঘশ্বাসগুলো ঝরে যেতো স্বচ্ছ জলে?
এখানে আর মেলা বসে না-এখানে কেবল শূন্যতা-নিরিবিলি
কথার পিঠে কথাদের যুদ্ধ হয় না-কথা হারিয়ে গেছে কালের ডহরে।

পেটের ভিতর কি-যে এক বিষণ্ণতা-ডুক গিললেই তিতে স্বাদ,
এত কাছাকাছি-তবু এত বিভেদ রেখা কপালে তোমার, কপালে আমার,
কাছে থেকেও দিলে না ভালবাসার সম্মতি!
আমাদের ঘরের ভিতর ঘরগুলো ভিন্ন হয়ে গেলো
একদিন হ্যামিলনের বাঁশি অ’লা এলে আমাদের বিজাতীয় রাগগুলো
বাঁশি অলার পিছন লেলিয়ে দিবো…….

সেদিন দেখবে, এই হেমন্তেও মন নদীর কিনারে কাশফুল ফুটেছে
দুধ সাদা ফুল পবিত্রতার বন্ধনে আবদ্ধ হতে কেনো নও রাজী?
November 8, 2017 at 11:45 PM

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-১১-২০১৮ | ১৯:৫২ |

    'এখানে আর মেলা বসে না-এখানে কেবল শূন্যতা-নিরিবিলি
    কথার পিঠে কথাদের যুদ্ধ হয় না-কথা হারিয়ে গেছে কালের ডহরে।'

    কী অপরূপ সময়টাই না পেরিয়ে গেছে বহুকাল আগে। নিয়মিত আপনার লিখা থাকতো, মন্তব্যের আসর বসতো। আজ সব স্মৃতি। জানতে চাই হঠাৎ এই সড়কে কিভাবে কবি !!  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ১৯-১১-২০১৮ | ১২:৪১ |

      আসলেই মন খারাপ হয় ভাবলে। আগের মত সময় পা্ওয়া যায় না অল্প । 

      নিয়মিত হওয়ার বাসনা মনে ইনশআল্লাহ

       

      জাজাকাল্লাহ খাইরান

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ১৯-১১-২০১৮ | ১৬:৪৮ |

        আলহামদুলিল্লাহ্। Smile

        GD Star Rating
        loading...
  2. রিয়া রিয়া : ১৮-১১-২০১৮ | ২০:০৮ |

    কিছুকাল পুরানো হলেও কবিতা হচ্ছে অবিনশ্বর। অভিনন্দন প্রিয় দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৮-১১-২০১৮ | ২০:১৩ |

    অনেককাল পর আপনার লেখা শব্দনীড়ে। কবিতা সুন্দর হয়েছে। কেমন আছেন বোন ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ১৯-১১-২০১৮ | ১২:৪৩ |

      অনেক ধন্যবাদ ভাইয়া। সময়ের অভাবে এমন হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো আছিি

      আপনি?

      GD Star Rating
      loading...
  4. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৮-১১-২০১৮ | ২২:১৮ |

    সেদিন দেখবে, এই হেমন্তেও মন নদীর কিনারে কাশফুল ফুটেছে
    দুধ সাদা ফুল পবিত্রতার বন্ধনে আবদ্ধ হতে কেনো নও রাজী?

     

    * অনেক সুন্দর পরিপাটী একটি কবিতা পড়লাম।

    শুভ কামনা কবির জন্য… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • এই মেঘ এই রোদ্দুর : ১৯-১১-২০১৮ | ১২:৪৫ |

      অনেক ধন্যবাদ  ভাইয়া

       

      ভালো থাকুন অনেক অনেক

      GD Star Rating
      loading...