গিয়েছিলাম একটুকরো মানবতার খোঁজে
তোমাদের ঐ ঘুণে ধরা ভঙ্গুর জনপদে,
অলিগলি ঘুরেছি, শহর থেকে শহরে ছুটেছি
আর বিপন্ন মানবতাকে পথে প্রান্তরে দেখেছি ৷
কখনো শ্বেতাঙ্গে রুপে কৃষ্ণাঙ্গ হত্যা করেছি,
Isis এর দায়ে সিরিয়াকে জ্বলতে দেখেছি,
বোমা মজুদের দায়ে ইরাক জ্বলতে দেখেছি
লাদেনের খোঁজে সারা আফগান পুড়িয়েছি ৷
নিজ ঘরে পরবাসী ফিলিস্তিনের যুদ্ধ দেখেছি
কোহিনুর স্বার্থে ভারত পাকিস্তান দ্বন্দ দেখেছি ,
মায়ানমারের বীভৎস রুপ দেখে প্রশ্ন জাগে মনে
জাতিসংঘ,মানবাধিকার সংস্থা কেনো মুখ লুকিয়ে ?
কাঁটাতারে ফেলানিকে দেখে প্রেস ব্রিফিং করেছো
আর কাঁটাতারের এপার ওপার মানবতা খুঁজেছো,
মানবতার মুখোশে প্রতিনিয়ত মানবদরদী সাজো ৷
তনু হত্যার দায়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছি
আর নষ্টা, কুলোটা অপবাদ দিয়ে আত্মরক্ষা করেছি ৷
দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজাকে রক্তাক্ত হতে দেখেছি,
বিবেক, মনুষত্বের চোখে কালো কাপড় বেঁধেছি
আর মুখে কুলুপ এঁটে নিজে বেঁচে চুপ থেকেছি ৷
বিবেক, মনুষ্যত্ব, মানবতা আজ icu তে বন্দী
অথচ ব্যানার ফেস্টুন আমরা প্রতিবাদী সাজি
আর প্রতিনিয়ত সমব্যাথীর অভিনয় করে চলি
আসলে আমরা মনুষ্যত্বহীন মানুষের অবয়ব চলি ৷
loading...
loading...
প্রতিদিন আমরা সবাই আমাদের স্বকীয়তা ভুলে চলি।
loading...
কিন্তু এটা কি উচিত ??
loading...
বিবেক, মনুষ্যত্ব, মানবতা আজ icu তে বন্দী
অথচ ব্যানার ফেস্টুন আমরা প্রতিবাদী সাজি।
loading...
নিদারুণ বাস্তবতা দাদাভাই
loading...
মানবতার জয় হোক সর্বত্র।
loading...
জিতে যাক মানবতা
loading...