মেধা


সমাজের নিবেদন রীতিনীতি অচেতন,
মান নির্ণয় নিয়ে বানিজ্যে গুরুজন।
হতাশা চিন্তায় পুঁথিগত বিদ্যায়,
নির্বাক চেয়ে থাকা অপলক বিস্ময়।

বুদ্ধি দীপ্ত বিফলে ক্ষিপ্ত,
ভ্রান্ত চেতনায় মেধা বিলুপ্ত।
যার নাই দীক্ষা সে দেয় শিক্ষা,
সনদের বোঝা ঘাড়ে করে যায় ভিক্ষা।

অর্থে যোগ্য হোক সে অজ্ঞ,
পূজনীয় আসনে সেই উপভোগ্য।
তেলবাজি পথ্য উলঙ্গ সত্য,
কুৎসিত আবরণে যেন এক ভৃত্য।

প্রখরতা অম্লান মেধা করে সন্ধান,
তীর্থের কাক হয়ে জ্ঞানের প্রস্থান।
প্রতিবাদ অন্যায় রক্তের বন্যায়,
ভেসে যায় মস্তক ভুলক্রমে বলে হায়!

আজ ব্যক্তিত্ব দামী অতিরিক্ত,
ভাঙ্গা মান দণ্ডের দুটি হাত রিক্ত।
মূর্খ নিরিক্ষা পদতলে শিক্ষা,
ডাস্টবিনে পড়ে থাকা মেধা চায় ভিক্ষা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ২৭-১০-২০১৮ | ২০:৫১ |

    অর্থে যোগ্য হোক সে অজ্ঞ,
    পূজনীয় আসনে সেই উপভোগ্য।
    তেলবাজি পথ্য উলঙ্গ সত্য,
    কুৎসিত আবরণে যেন এক ভৃত্য।

    অনেক মূল্যবান আর সত্য এ কথা বাবু দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৭-১০-২০১৮ | ২১:৩৩ |

    উত্তম পদ্য বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২৭-১০-২০১৮ | ২২:০৩ |

    ব্যক্তিত্ব দামী অতিরিক্ত, মান দণ্ডের দুটি হাত রিক্ত। __ অতি বাস্তবতা মি. কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. নিতাই বাবু : ২৮-১০-২০১৮ | ১:৩৬ |

    ডাস্টবিনে পড়ে থাকা মে৭ধা চায় ভিক্ষা 

    কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে শ্রদ্ধেয় কবি।

    আপনাকে অজস্র ধন্যবাদ ।

    GD Star Rating
    loading...
  5. মিড ডে ডেজারট : ২৮-১০-২০১৮ | ৯:৩৫ |

    "প্রখরতা অম্লান মেধা করে সন্ধান,
    তীর্থের কাক হয়ে জ্ঞানের প্রস্থান।
    প্রতিবাদ অন্যায় রক্তের বন্যায়,
    ভেসে যায় মস্তক ভুলক্রমে বলে হায়!"—– কথাগুলি সত্য এবং দামি ! ভালো লেগেছে! 

    GD Star Rating
    loading...
  6. চারু মান্নান : ২৮-১০-২০১৮ | ১২:৪১ |

    বেশ লাগল কবি,,,

    GD Star Rating
    loading...