কখন আসে কার আবেদন
কার সাথে কোন রাত্রি যাপন,
হাসি মুখে কষ্ট চেপে
কখন কাকে করে আপন!
প্রাণের নাকি দেহের ক্ষুধায়
আপন ছেড়ে পরকে শুধায়?
ব্যর্থতাকে পুঁজি করে
সার্থকতার নিশান কোথায়?
প্রাণের দাবী বিপর্যস্ত
কিসের দায়ে অপদস্থ?
উজাড় করে মুক্তি চেয়ে
নিঃস্ব ঘরে রিক্ত হস্ত!
সুখ হয়েছে অচিন পাখী
ইচ্ছে তাঁরে বেধে রাখি,
দেহ দিয়ে সত্ত্বা দিয়ে
অবশেষে শুধুই ফাঁকি!
পরম শান্তির নিবেদনে
মাতম নেশার আবেদনে,
সব হারিয়ে একা পথে
ভীড়ের মাঝে নির্বাসনে!
বলতে শুনি কথার কথা
কবে হবে সেই মমতা?
দেহ আত্মা বিলিয়ে দিয়ে
খুঁজে পাবে সার্থকতা?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এক নিঃশ্বাসে পড়লাম; খুব ভালো লেগেছে!
loading...
অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন ডেজারট ভায়া। শুভরাত্রি।
loading...
কবিতার প্রতি সম-সম্মান জানালাম মি. নূর ইমাম শেখ বাবু। শুভ সকাল।
loading...
অফুরন্ত শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিঃ মুরুব্বী। প্রতিমন্তব্য করতে দেরী হবার জন্য ক্ষমাপ্রার্থনা করছি। ভাল থাকবেন। শুভ রাত্রি।
loading...
আরিব্বাস। দারুণ কবি দারুণ।
loading...
সবই আপনাদের আশীর্বাদ দাদা। ভাল থাকবেন। ধন্যবাদ।
loading...
ছন্দ রসিক মানুষ আপনি কবি বাবু দা। অভিনন্দন র'লো কবিতার জন্য।
loading...
দিদি। আপনাদের উৎসাহ পাই বলে লিখতে পারি। ভাল থাকবেন। ধন্যবাদ জানবেন।
loading...