সুখে থেকো বন্ধু তুমি
তুমি কি দেখেছো বন্ধু কাগজের ফুল?
সেই ফুল দেখে ভমরও করে না ভুল!
বানানো ফুলে কোনও গন্ধ থাকে না,
কাগজের ফুলে কভু ভমর আসে না।
আমিই সেই কাগজের ফুল গন্ধ নেই,
তুমি নেই কিছু নেই আমার গন্ধও নেই।
তুমি কি দেখেছো বন্ধু শুকনো মরা গাছ?
মানুষের মন মরে গেলে হয়ে যায় লাশ!
মরা গাছে পানি দিলেও জিইয়ে ওঠে না,
মরা গাছে কখনো বন্ধু ফুল ফুটো না।
আমিই আজ সেই মরা গাছ হয়ে গেছি,
তোমার সুখ দেখার আশায় বেঁচে আছি।
তুমি কি কখনো বন্ধু দেখেছো আলেয়া?
তোমার সামনে গিয়েছি আলো ভাবিয়া!
তোমায় পাইনি বলে দুঃখ আমার নেই,
তোমাকে পাবার আর স্বাদও আজ নেই!
শুধু কামনা আমার তুমি চির সুখে থাকো
আমি দূরে থেকে তোমার সুখ দেখে যাবো
তুমি বন্ধু দেখেছো আশার প্রদীপ নিভতে?
যেই আশা ভালোবাসা নিয়ে বাঁচে পৃথিবীতে!
আমার ভালোবাসা হয়ে গেল মিছে ভরসা,
সেই আশা নিয়ে বেঁচে থাকা শুধুই দুরাশা।
যদি ভবের মায়া ছেরে কভু চলে যেতে হয়,
আমার নামটি যেন চিরদিন তোমার হৃদয়ে রয়।
loading...
loading...
'তোমায় পাইনি বলে দুঃখ আমার নেই,
তোমাকে পাবার আর স্বাদও আজ নেই!
শুধু কামনা আমার তুমি চির সুখে থাকো
আমি দূরে থেকে তোমার সুখ দেখে যাবো।'
আজ বিরহের কবিতা পড়লাম বোধকরি। ধন্যবাদ প্রিয় নিতাই বাবু। শুভ সন্ধ্যা।
loading...
সুন্দর মন্তব্যের জন্য শ্রদ্ধা সহ ভক্তিপূর্ন্য ভালোবাসা
রইল শ্রদ্ধেয় কবি দাদা। আশা করি ভালো থাকবেন।
loading...
সুন্দর কবিতা নিতাই দা।
loading...
পারি না তো শ্রদ্ধেয় দিদি। তবু কেমন যেন লিখতে ইচ্ছে করে। তাই শেয়ার করি আপনাদের মাঝে। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দিদিি।
loading...
চমৎকার নিতাই বাবু।
loading...
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় সৌমিত্র দাদা। আশা করি ভালো থাকবেন।
loading...