শাঁখের করাত
পুরোনো, বাতিল, মানুষদের ছুঁড়ে ফেলে দিই
কোনও কাজে লাগে না তারা সমাজের বাতিল
নিজের মাতাপিতা যদিও দেবদেবী সম।
তবে এটা বলছি অন্যের হয়ে নিজের কথা নয়
আবার সুবিধে পেলে ঠিক উল্টো কথা গাই
বলি স্বার্থ ফুরিয়ে গেছে তাই ফেলে দিয়েছে।
আসলে ঠিক জানি না আমরা কি বলতে চাই
শুধু হিংসেয় জ্বলেপুড়ে যাই তাদেরই জন্য
যারা আমাদের বাড়া ভাতে এতটুকু ছাই দেয় নি।
শাঁখের করাত দেখেছো কি শাঁখের করাত ?
আমাদের হাঁড়ি মুখগুলো হল আসলে এক একটি
শাঁখের করাত এদিকে কাটে ওদিকেও কাটে।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শাঁখের করাত দেখেছো কি শাঁখের করাত ?
আমাদের হাঁড়ি মুখগুলো হল আসলে এক একটি
শাঁখের করাত এদিকে কাটে ওদিকেও কাটে।।
হুম দিদি ভাই। আপনি আসলেই ভাল বলেছেন।
loading...
রূপকার্থে আপনার লিখা অনেক সুন্দর বোন। ধাক্কা খেলেও সয়ে নেয়া যায়। সমাজে শাঁখের করাত এর অভাব নেই।
loading...
আমাদের আশেপাশ, পরিবার স্বজ্জন … আমি লক্ষ্য করেছি অনেকে শাঁখের করাত এদিকে কাটে ওদিকেও কাটে। চলুক জীবন।
loading...