অতিষ্ঠ


করেছো অতিষ্ঠ হয়েছে অনিষ্ঠ,
দেহগুলো ক্লিষ্ট প্রাণ অবশিষ্ট।
সবুজ এই স্বর্গ প্রীতি ভরা অর্ঘ,
যুদ্ধের দুর্গ লাশে ভরা মর্গ।

সুখ অফুরন্ত স্বপ্ন অনন্ত,
করেছো অশান্ত বেদনা দুরন্ত।
স্বার্থের তেষ্টা ব্যর্থ চেষ্টা,
রসাতলে দেশটা আছে কি শেষটা?

ত্যাগের স্বাধীনতা শহীদের শোকে গাঁথা,
মুখে দেশপ্রেম কথা আড়ালে বর্বরতা।
মিথ্যা প্রতিশ্রুতি ভ্রান্তির অনুভূতি,
জনমনে জমা ভীতি চায় পেতে নিষ্কৃতি।

মেনে নেয়া দুরুহ সহদরে কলহ,
বিপদ সমূহ প্রাণ ভরা বিরহ।
অশান্ত পরিবেশ আছে কি পরিশেষ?
ছড়িয়েছে বিদ্বেষ অবিচারে নিঃশেষ।

তুমি বল সন্ধি প্রাণ ভরা ফন্দি,
হলে প্রতিদন্ধি জনগণ বন্দী।
জাতি পদপিষ্ঠ করেছো অনিষ্ঠ,
সয়ে সয়ে ক্লিষ্ট হয়েছে অতিষ্ঠ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ১টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৮-১০-২০১৮ | ১২:২৯ |

    কবিতায় ছন্দ আছে, অর্থ আছে, কাট টু কাট নির্মেদ শব্দের ব্যবহার আছে … সবই আছে। যেমন কবিতাকে আমরা ক্লাসিক ঘরানার বলি; ঠিক তার সবই আছে। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. নূর ইমাম শেখ বাবু : ১৮-১০-২০১৮ | ১৭:৫২ |

    অনেক ধন্যবাদ মুরুব্বী।

    খানিক সমস্যায় পড়েছি।

    আমি ইচ্ছে করলেই কোন মন্তব্য মুছে ফেলতে পারছি না। আর মন্তব্যে ছবি যোগ করতে পারছি না।

    GD Star Rating
    loading...
    • সৌমিত্র চক্রবর্তী : ১৮-১০-২০১৮ | ১৮:২৪ |

      মুরুব্বী ভাইয়ের সাথে এফবিতে যোগাযোগ করতে পারেন।

      https://www.facebook.com/azadkashmirzaman

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ১৮-১০-২০১৮ | ২১:০৪ |

      মি. বাবু। আপনি নিজ পোস্ট ব্যাতিত অন্যের পোস্টের কোন মন্তব্য মুছতে পারবেন না। আর মন্তব্যে ছবি যোগ পানির মতো সহজ। যে কোন গুগল অথবা ভিন্ন লোকেশনের ইমেজ এ আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে … Copy Image Location সিলেক্ট করুন। তারপর এই মন্তব্য বক্সের Image চিহ্নে Ctrl+V চাপুন। ছবি চলে আসবে। ট্রাই করে দেখতে পারেন।

      ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৮-১০-২০১৮ | ১৮:২৬ |

    জনমানুষের পিঠ দেয়ালে ঠেকলে সরকার আর মানুষের বন্ধু থাকে না।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ১৮-১০-২০১৮ | ২০:৩৭ |

    রাষ্ট্রের অনাচার মানুষকে দ্রোহের দিকে ঠেলে দেয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...