জেগে আছি

জেগে আছি

রাতভর ঘুমের ক্লান্তিতে জেগে আছি,
জেগে আছি দুই চোখ,
জেগে আছি চুল,
সূর্যবংশীয় রাজা মান্ধাতার কাল থেকেই
জেগে আছি; পরিব্যাপ্ত,
শত্রুকর্তৃক অধিকৃত।
জেগে আছি চিবুকের তিল—

নিতাইগঞ্জের চিত্রাক্ষী বুড়ীর একটি হাত
আকাশে ঠেকেছিল, অপরটি সমুদ্রে-
দুইয়ের মাঝে ভেসে ঘুমিয়েছিলাম একদা,
যেমন ঘুমোয় প্রভুভক্ত কুকুর আশ্লেষে।
এই ঘুমে নখের আঁচড়,
গাল ফুটো করা বাতাস,
ঘুমে অকাতর দুঃখ।

এখন রাতের ঘুমে দীর্ঘ রমন ক্লান্তি
রতি-অতৃপ্তির অবসাদ।
অতঃপর, জেগে আছি
ঘুম জাগরনে;
লক্ষীপেঁচার মত জেগে আছি।

VN:F [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.22_1171]
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. নূর ইমাম শেখ বাবু : ১৮-১০-২০১৮ | ১০:২৪ |

    শুভ হোক আপনার জেগে থাকা।

    ধন্যবাদ।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  2. মুরুব্বী : ১৮-১০-২০১৮ | ১২:৩৬ |

    "দুইয়ের মাঝে ভেসে ঘুমিয়েছিলাম একদা,
    যেমন ঘুমোয় প্রভুভক্ত কুকুর আশ্লেষে।
    এই ঘুমে নখের আঁচড়, গাল ফুটো করা বাতাস, ঘুমে অকাতর দুঃখ।"

    তার মধ্যেও জেগে থাকা মন্দ নয় কবিবন্ধু তুবা। ভালো থাকুন।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৮-১০-২০১৮ | ১৮:০৮ |

    জেগে থাকাটাই আনন্দের কবি বোন। 

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  4. নাজমুন : ১৮-১০-২০১৮ | ১৯:২০ |

    ভালো থেকো ফুল , মিষ্টি বকুল ভালো থেকো ,ভালো থেকো । 

    কবিতা ভালো লাগলো । 

    শুভেচ্ছা নিও । 

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  5. রিয়া রিয়া : ১৮-১০-২০১৮ | ২০:৩৫ |

    জেগে থাকতেই হবে কবি দিদি। মুগ্ধতা রাখছি। Smile

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  6. জাহিদ অনিক : ১৯-১০-২০১৮ | ০:৩৩ |

     

    জেগে থাকার এক পূর্ণ চিত্রপট যেন এঁকেছেন কবিতায়। কিভাবে জেগে থাকতে হয়, কিভাবে শরীরের সবগুলো অঙ্গ জেগে থাকে একে অপরের সাথে পাল্লা দিয়ে, কিভাবে মন জেগে থাকে। 

    চমৎকার জেগে থাকার কাব্য। শুভেচ্ছা কবি 

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)