নৈসর্গিক তৃষ্ণা


ঝরনা ঝরে অশ্রু ঝরে,
সাগর তারে বক্ষে ধরে।
কষ্ট জমা মনের ঘরে,
পরই পরকে আপন করে।

বাঁধন হারা আপন ঘর,
আপন সে তো নিজেই পর।
জনারণ্যে বনবাস,
ধৈর্য হীনের সর্বনাশ।

মেঘের যত পরিতাপ,
আকাশ করে পরিমাপ।
বজ্রকে ঠাই দিয়ে বক্ষে,
ভূপৃষ্ঠের অভিশাপ।

সূর্য কষে যে অংক,
তাতে চাঁদের কলংক।
ঋণ শোধাতে অগ্রসর,
আমাবশ্যার আতংক।

ঝরে পড়া বৃষ্টি ধারা,
ভেজায় না মরু সাহারা।
দু এক ফোঁটা পায় কদাচিৎ,
তাতেই সুখে পাগল পারা।

বাতাসে কোন বাঁধন বাঁধে?
সবুজ পাতায় সূর সে সাধে।
তৃষ্ণা নিয়ে বুকের মাঝে,
জল কি নিজে কভু কাঁদে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৬-১০-২০১৮ | ১২:৩৯ |

    আপনার পদ্য কথন নিঃসন্দেহে শব্দনীড়ের আর্কাইভকে সমৃদ্ধ করবে। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৬-১০-২০১৮ | ১২:৫৯ |

      উৎসাহ হারিয়ে ফেলি মাঝে মাঝে। তারপরও কবিতায় আমাকে ছাড়ে না। আপনাদের সহযোগিতা পেলে হয়তো সেটা সম্ভব হবে। শুভকামনা এবং ধন্যবাদ জানাই মুরুব্বীকে।

      GD Star Rating
      loading...
  2. মিড ডে ডেজারট : ১৬-১০-২০১৮ | ১৭:৩৭ |

    "বাঁধন হারা আপন ঘর,
    আপন সে তো নিজেই পর"।

    দারুণ ছন্দে দারুণ কথা লিখেছেন। মুগ্ধ হয়েছি!

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৬-১০-২০১৮ | ১৭:৪৯ |

      অনেক ধন্যবাদ।

      আপনাদের অনুপ্রেরণা পেলে এমন আরো অনেক কবিতা শব্দনীড়ে আসবে।

      ভাল থাকুন।

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ১৬-১০-২০১৮ | ২১:১৩ |

    একরাশ গোলাপ শুভেচ্ছা জানিয়ে গেলাম বাবু দা। আজ সপ্তমী'র দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১৬-১০-২০১৮ | ২১:৩১ |

      ওহ! এখন তো সবাই দিন গুনছে!

      মেতে উঠুক সারা বাংলা শারদীয় আনন্দে।

      ভাল থাকুক সবাই।

      GD Star Rating
      loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১৬-১০-২০১৮ | ২২:২১ |

    আপনার পদ্য গুলোন আমার আমার কাছে ভালো লাগে। Smile

    GD Star Rating
    loading...