বড় ক্লান্ত আজকে

স্যার একটা চাকরি হবে ?
আগুনলাগা সূর্যটাকে মাথায় নিয়ে
প্রেমিকাকে দেখানো সেই স্বপ্ন নিয়ে
ছুটে চলি শহরের অফিস পাড়াতে ৷

পরিবার আমার দুই’দিন অনাহারে
আর আমি কর্মের সন্ধানে এশহরে
ঈশ্বর কি সৌভাগ্য দিলে আমাকে?
সারাদিন কাটে অফিসে ঘুরে-ঘুরে
আর রাতটা কাটে ফুটপাতে শুয়ে
এ কেমন জীবন ঈশ্বর তুমি দিলে ?

ওয়াসার পানি তৃষ্ণা মেটাতে পারে
কিন্তু কি স্বান্তনা দিবো ক্ষুধার্ত পেটে?
ঈশ্বর বড় ক্লান্ত হয়ে গেছি আজকে
বড্ড বেমানান আজ আমি এশহরে
তাইতো আছি আমি কর্মহীন পরে ৷

কাগজের সার্টিফিকেট সাথে নিয়ে
কর্ম খালি নাই শব্দ পড়তে-পড়তে
পোড়া চোখ পুরোই ঝলসে গেছে ৷
বড় স্বপ্ন নিয়েই এসেছিলাম শহরে
শুনেছি স্বপ্ন পুরন হয় নাকি এখানে
কিন্তু না এখানে স্বপ্নরা শুধু পোঁড়ে ৷

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ০৯-১০-২০১৮ | ১২:২৫ |

    আমাদের স্বপ্নের মুকুল এভাবেই ধীরে ধীরে মরে যায়। অনিরাপদ আমাদের সমাজ। Frown

    GD Star Rating
    loading...
  2. মোঃ খালিদ উমর : ০৯-১০-২০১৮ | ১৬:০৫ |

    মন খারাপ করা অনুভুতি এবং তার প্রতিফলন এই লেখা। তবুও এই বিশ্ব এই ভাবেই চলবে বন্ধু, কিছুই করার নেই।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৯-১০-২০১৮ | ২০:০৮ |

    স্যার একটা চাকরি হবে ? এই কথাটিই অনেক কথা বলে দেয়। দুঃখ গ্লানি বেদনাবোধ। Frown

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০৯-১০-২০১৮ | ২০:৫৩ |

    এই একটি সময় আমার জীবনেও গিয়েছে। মনে পড়ে গেলো কবি ভাই। Frown

    GD Star Rating
    loading...