অনেক স্বপ্নের ভীরে
জলের দামে শূণ্য করেছি যে শৈশব
অর্জিত সাত রাজার ধন দিয়েও তাকে আর ফেরত পাবো না
আজ অামি ফিরে যেতে চাই সেই সরল বিশ্বাসে যেখানে
লালাসা জাগরনহীন হয়ে জেগে থাকে শুধুই তোমার সৌখীন সাম্রাজ্য, যেখানে ভেঙে যেতো তোমার হাসির আড়ালে উর্মি উচ্ছলতা,উড়ে যেত প্রজাপতিরর দল তোমাকে ছুঁয়ে,মেঘের চলার পথ বদল করে তোমাকে সিক্তবস্ত্রে আবৃত করতো।
অনেক প্রাপ্তি কখনো কখনো ঘুনে ধরা সমাজ তৈরী করে। যে চঞ্চল প্রান ছিলো হাতের মুঠোয় তাকে ত্যাগ করে বৈষ্ণবী হয়ে প্রাপ্তির খাতায় অংক তুলেছি, সেই হিসাবের খাতা এখন আর ফিরিয়ে দিতে পারে না ধূমায়িত চায়ের কাপে বেহিসাবি আড্ডার কর্নেডের সুর।
এখন শুধুই গীর্জার কোরাস সংগীত, আজানের সুর আর মন্দিরের মন্দিরার শব্দে কেটে যায় যুগ
আমাদের সেই মৌলিক দিন, আমার সেই যৌগিক দিন, তোমার সেই সরল সঙ্গীত হারিয়েছি বিবর্তনের পথে।
আজও কোন সুখের হিমালয়ে বসে পথ খুঁজে ফিরি
ফেলে আসা সেই সবুজ পৃথিবীর যেখানে
জীবন ছিলো উপভোগ্য, বিবাদ গুলো ছিলো ভালোবাসার মোরকে অার আমরা ছিলাম স্বাধীন অতিথি বলাকা।
চৌরঙ্গীর দিন খুবলে খেয়ে নিয়েছে আমাদের সাজানো দিন, দিয়েছে কল্পনার ধূসর জগৎ কৃষ্ণগহ্বরের মাঝে।
০৮১০২০১৮
কাল্পনিক - ৪ (চৌরঙ্গীর দিন)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার প্রজ্ঞা এবং মননের চেতনা গুলোন যখন শব্দ হয়ে উচ্চারিত হয় তখন সেটা আর সাধারণ থাকে না; পাঠক মনের প্রকাশ হয়ে যায়।
সহস্র ব্যস্ততার মাঝেও জানি এই উপহার গুলোন আপনার অনেকটা সময় কেড়ে নেয়; তারপর আপনাকে শব্দনীড় এর শুভেচ্ছা প্রিয় শব্দ কারিগর মি. খেয়ালী মন। ধন্যবাদ।
আজকের এই প্লাটফরমের সাথে সঙ্গতিপূর্ণ নয় জানি, তারপরও প্রশ্নটা রেখে যাই … আপনি এফবি ইনবক্স এবং আমার ফোন এড়িয়ে যান !! এমন তো আমরা ছিলাম না !!
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা প্রিয় মন দা।
দাদা সবকিছুই বিবর্তনের সাথে সাথে রঙ বদলায়। কাজেই এ নিয়ে এত ভাবাভাবির কিছু নেই। চিয়ার্স দাদা! জিয়ে রাহো আয়েশীছে।
আজানের সুর আর মন্দিরের মন্দিরার শব্দে কেটে যায় যুগ। গম্ভীর কবিতা খেয়ালী ভাই।