ঋণ

খুব মনে পড়ে যখন তুমি, চোখের জলে ভাসো,
একটি বারও স্মরণ করো না, যখন সুখে হাঁসো।
জীবন যুদ্ধে অগ্রসর হও, নিয়ে প্রেরণার বল,
পরাজিত হলে তবেই শত, বেদনার কোলাহল।

বিজয়ী সেনার বেশে যখন, তুমি মাথা উঁচু করে,
অতীতের কথা যাও ভুলে যাও, আগামী দিনকে স্মরে।
কার হাত ধরে ফুটফাত হতে, এসেছো রাজ প্রাসাদে?
তোমার কষ্টে দিবা রাত্রি, কে গিয়েছিল কেঁদে?

আজকে দেখার সময় কোথায়, তাঁর চোখের ওই জল?
দেখেও দেখোনা বাঁধা পায় শেষে, এগুবার মনোবল!
যে জন কেঁদে চোখ ভিজিয়ে, এনেছে সার্থকতা,
ভেবে দেখবার সময় মেলে না, তাঁর প্রাণে কত ব্যথা?

নিজের দেহের রক্ত দিয়ে, মিটিয়েছে তৃষ্ণা,
আলেয়ার পিছে ছুটে চলে তাকে, করে যাও শুধু ঘৃণা?
বিনিময়ে কিছু চায়নি তো সে, চেয়েছে মিষ্টি সূর,
মেকি মমতার মায়াজালে ফেঁসে, করে গেছো দূর দূর!

প্রাসাদের কোনে বসে ভাবো সুখ, টাকা দিয়ে কেনা যায়,
অভিশাপ ছানি পড়লে চোখে, এমনি মনে হয়।
আজকে আবার প্রাসাদ হতে, এসে গেছো ফুটফাতে?
তাঁর কথা ভেবে চোখে জল আসে, ঘুম নেই এই রাতে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ১১-১০-২০১৮ | ২১:৫৯ |

    যে জন কেঁদে চোখ ভিজিয়ে, এনেছে সার্থকতা,
    ভেবে দেখবার সময় মেলে না, তাঁর প্রাণে কত ব্যথা?

    মায়ের ঋণ শোধ হবার নয়। শুভেচ্ছা কবি নুর ইমাম শেখ বাবু দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ১১-১০-২০১৮ | ২২:৩৩ |

    ছন্দ পদ্য দারুণ হয়েছে কবি নুর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ১১-১০-২০১৮ | ২৩:২৫ |

    বরাবরের মতো নির্মেদ এবং পরিচ্ছন্ন লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

    হোম পেজ এ কোন লিখকের একাধিক লিখা দৃষ্টি নন্দন নয়। আপনার ২য় পোস্ট প্রকাশ বাটনে ক্লিক না করে নির্ভয়ে খসড়া বাটনে চাপ দিয়ে Save করে রাখুন। Smile

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ১১-১০-২০১৮ | ২৩:৪২ |

      আরো এগিয়ে যেতে চাই অনুপ্রেরণা নিয়ে।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ১২-১০-২০১৮ | ১১:৫০ |

        Smile সেই শুভকামনাই আপনার জন্য রাখি মি. শেখ বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

        GD Star Rating
        loading...