জর্জরিত

যদি তুমি মেনে নাও, তবে তুমি বেশ,
যদি রুখে দাঁড়ালে, তবে তুমি শেষ!
সয়ে যাও নীরবে, সব অনাচার,
প্রতিবাদ করলে, ক্ষমা নাই আর।

নিঃশেষ হয়ে যাও, তুমি তিলে তিলে,
রাষ্ট্রের সব ধন, খাক ওরা গিলে।
চিকিৎসা শিক্ষা, নয় মন মত?
ভুলে যাও, ওই দিন হয়ে গেছে গত।

যেই দিন এই দেশে, ছিল সু-শাসন,
হক কথা বলতে, ছিল না বারণ।
স্বাধীনতা ছিল, ছিল সমান অধিকার,
ছোট বড় সকলের, ছিল সমাদর।

শাসনের নামে আজ, চলছে শোষণ,
জনসেবা নামে চলে, উদর ভোজন।
মা বোন ভয়ে ভয়ে চলে রাস্তায়,
ধর্ষণ হত্যা, প্রতি ক্ষণে হয়।

বাক স্বাধীনতা যদি, নেয় কেউ কেড়ে,
বঞ্চিতের সংখ্যা, দিন দিন বাড়ে।
অনিয়ম পুষে রেখে, নীতি কথা বলা,
মিথ্যা অজুহাতে, নানা ছলাকলা।

দুর্নীতি ঠেকাতে, প্রতিবাদী হলে,
জেনে নাও নিশ্চিত, যাবে তুমি জেলে।
নিভৃতে কাঁদো কেন? তুমি নিরুপায়!
প্রতিবাদে ঝড় তোলো, তবে হবে জয়।

যদি তুমি চুপ থাকো, সব হবে শেষ,
একদিন দেখবে, নেই এই দেশ।
রক্তের বিনিময়ে, পাওয়া স্বাধীনতা,
পরাধীন জনগণ, বুক ভরা ব্যাথা।

প্রতিবাদ প্রতিবাদ, করো প্রতিবাদ,
আর কত ভয় পাবে? ওরে নির্বোধ!
তুমি ভয় পাও তাই, ওরা সাহসী,
নিজ দেশে তাই তুমি, আজ বিদেশী!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ০৬-১০-২০১৮ | ২৩:০৪ |

    নিঃশেষ হয়ে যাও, তুমি তিলে তিলে,
    রাষ্ট্রের সব ধন, খাক ওরা গিলে।
    চিকিৎসা শিক্ষা, নয় মন মত?
    ভুলে যাও, ওই দিন হয়ে গেছে গত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৭-১০-২০১৮ | ১:৪০ |

    তুমি ভয় পাও তাই, ওরা সাহসী,
    নিজ দেশে তাই তুমি, আজ বিদেশী! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

    * শুভ কামনা অশেষ…

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৮-১০-২০১৮ | ১৬:৫৬ |

      করতে দোষ নেই বললেই দোষ,

      প্রতিবাদের পরিনাম শুধু আফসোস।

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ০৭-১০-২০১৮ | ৭:০৫ |

    অপশাসনের পূর্ণাঙ্গ রূপ খোঁজার জন্য দূরে কোথাও প্রয়োজন নেই; আমাদের আশেপাশে এর প্রমাণ যথেষ্ঠ। বলে লাভ নেই। লাভ নেই জন্য মানুষ বলতে ভুলে যাচ্ছে। Frown

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৮-১০-২০১৮ | ১৬:৫৪ |

      যে করে প্রতিবাদ

      হয় তাঁর অপবাদ।

      অনেক ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  4. আলমগীর সরকার লিটন : ০৮-১০-২০১৮ | ১২:৫৮ |

    যদি তুমি চুপ থাকো, সব হবে শেষ,
    একদিন দেখবে, নেই এই দেশ।————-

    GD Star Rating
    loading...
    • নূর ইমাম শেখ বাবু : ০৮-১০-২০১৮ | ১৬:৫৩ |

      এই দেশে খুব ভাল চুপ চাপ থাকা,

      নইলে ভীষণ দায় জীবনটা রাখা।

      GD Star Rating
      loading...