একটি শব্দের জন্য যে কবিতা কাঁদে
কয়েক হাজার বছর ধরে যে শব্দটির প্রসব বেদনা ছিলো
যে রোজ কয়েকবার বুক থেকে মুখের কাছে আসছিলো
আবার মুখ থেকে বুকের দিকে লজ্জায় নেমে যাচ্ছিলো…
আজ অবশেষে সেই শব্দটি আচানক ভূমিষ্ঠ হলো……!!
বসন্ত ঋতুর মতোন খুবসুরত শব্দটির গভীরতা মাপার
যন্ত্র পৃথিবীতে নেই
উচ্চতায় এভারেস্ট থেকে যোজন যোজনের চেয়ে একটু বেশি…হলেও
হাতের আঙুলের মাপে মাত্র চার আঙুল সেই….!!!!
ইদানিং রাত গভীর হলেই আমি শব্দটির লাবণ্য খুঁজি
যদিচ শব্দটির ঢেউ সহসাই বুক থেকে মুখে এসে লাগে
অবশেষে বুঝে গেছি শব্দটি বলতে আমি তোমাকেই বুঝি!
যে লেংটা তার যেমন বাটপারের কোনো ভয় নেই
আজ আর বলতে দ্বিধা নেই.. আমিই সেই, আমিই সেই!
একদিন যে শব্দটিরে খুঁজতে গিয়েছিলাম সূদুর চণ্ডীপাশা
সেই শব্দটি আর কেউ নয়, মাত্র চার বর্ণের ভালোবাসা!!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
'একদিন যে শব্দটিরে খুঁজতে গিয়েছিলাম সূদুর চণ্ডীপাশা
সেই শব্দটি আর কেউ নয়, মাত্র চার বর্ণের ভালোবাসা!!' __ অসাধারণ প্রিয় কবি।
loading...
চমৎকার প্রিয় কবি দা।
loading...