যখন পুরনো প্রেম সামনে আসে
ফুরফুরে হাওয়ায় ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। সময়টা বেশ ভালোই কাটছিল, নীল আকাশের নিচে দিনের আলোয় স্বপ্ন বোনার গল্প, খুনসুটি। কিন্তু এমন সময় পুরনো প্রেম সামনে এসে হাজির। সামনে এসে দাঁড়ানো অতীত, স্বপ্নগুলোর মেজাজ বিগড়ে দিল। তখন!
আজ অনেক দিন পর দেখা হবে আইয়ানা আর নমনের। সম্পর্কের বয়স এক বছর হলেও এখন পর্যন্ত দেখা হয়েছে হাতেগোনা কয়েকবার। দু’জনেই বেসরকারি কোম্পানিতে কর্মরত, কাজ নিয়ে ব্যস্ত থাকে। দেখা না হলেও ভালোবাসার কমতি নেই দু’জনের মধ্যে। মুঠোফোন, ফেসবুক এসবের মাঝে যতটা কাছাকাছি থাকা যায়। প্রায় মাসখানেক পর দেখা হচ্ছে আজ। তাই আজকের দেখা হওয়ার গুরুত্বটাও অন্যরকম। পুরো বিকাল একসঙ্গে ঘুরে রাতে ডিনার করে তবেই বাসায় ফেরা, এমনভাবেই সূচি সাজিয়েছে আইয়ানা। ইচ্ছে করেই খুব করে সেজেছে, নমন যেন চোখ ফেরাতে না পারে।
রেস্টুরেন্টের চারকোনা টেবিলে মুখোমুখি বসে প্রেমে অস্থির দু’জনে নানা কথায় মুখরিত। ঠিক এমন সময়ই পাশের টেবিলে কয়েক জন এসে বসল। তাদের মধ্যে একজনের কণ্ঠ খুব চেনা, আইয়ানা যেন কেঁপে উঠল। মনে হলো অনেকদিনের চেনা- ভাবতেই বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল, ফ্ল্যাশব্যাকে সাদাকালো ছবিগুলো একটার পর একটা দ্রুত দেখা দিয়ে চলে যেতে লাগল। হাত-পা ঠাণ্ডা আসছে, শরীর ঘামতে লাগল। তবু ধূমায়িত সুপের স্বাদ নিতে নিতেই পাশের টেবিলে আড় চোখে তাকাল। আর কোনো কিছুই বাকি রইল না। এতক্ষণ যা ভেবেছিল তাই সত্য হয়ে দেখা দিল। আর কেউ নয় সাবেক প্রেমিক! উফ…কী অস্বস্তিকর! তেতো হয়ে উঠল আবহাওয়া। আইয়ানার ইচ্ছে করছে তক্ষুণি উঠে যেতে। মনে হতে লাগল- এই রেস্তোরাঁয় কেন? আগে থেকে জানলে না হয়, ধুর! যদি কথা বলতে চায়, তাহলে কি উত্তর দেব? তাদের ব্রেকআপ হয়েছিল দেড় বছর আগে। তারপরই নমন এসেছে তার জীবনে। ছটফট করছে আইয়ানার মন। অস্থির হয়ে উঠতে দেখে নমন প্রশ্ন করে ‘আর ইউ ওকে?’
অনেকেই এমন অস্বস্তিকর পরিবেশের শিকার হয়। সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা, যখন বর্তমান সঙ্গী আপনার পাশে। খুব কঠিন পরিস্থিতি। তবে এই কঠিন বিষয় সহজ করতে পুরোটাই নির্ভর করছে আপনার নিজের উপরই। কী করবেন? সাবেককে দেখে মুখ ঘুরিয়ে চলে যাবেন নাকি না দেখার ভান করে মুখ ঘুরিয়ে রাখবেন? এমনটি ভুল করেও করবেন না। কারণ এমন করলে জল ঘোলা হয়ে যাবে। বরং এমন পরিস্থিতিতে সহজ থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখা হলে হাই-হ্যালো করুন, হেসে কথা বলুন। বর্তমান বন্ধুটির সঙ্গে তার পরিচয় করিয়ে দিন।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘বর্তমানকে সাবেক সম্পর্কে বলে রাখলে অনভিপ্রেত ঘটনার হাত থেকে রেহাই পাওয়া যায়। সৎ প্রেমিক কিংবা প্রেমিকা হওয়াই ভালো। সৎ হতে গিয়ে যদি সম্পর্কে ফাটল দেখা দেয়, দেবে। সত্যকে সঙ্গে নিয়েই সম্পর্ক গড়ে তোলা উচিত, বলে মনে করি। এতে আর যাই হোক কখনও দূরত্ব আসে না। এখন ইন্টারনেটের যুগে সম্পর্ক খুব তাড়াতাড়ি তৈরি হয়। আবার শেষ হওয়ার কারণও তার মধ্যেই নিহিত থাকে। কিন্তু সম্পর্ক শেষ হলেই বন্ধুত্ব শেষ হয় তা কিন্তু নয়। তবে বন্ধুত্বের মধ্যে যেন ফেলে আসা সম্পর্কের প্রভাব না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র রিজভি কিন্তু এমন পরিস্থিতির শিকার হয়েছে। সহজ থাকতে না পেরে, শেষ পর্যন্ত পালিয়েছে বেচারা। তার পর অন্তত কয়েক মাস বর্তমান বন্ধুটির সঙ্গে কোনো দেখা হয়নি। শেষ পর্যন্ত বর্তমানও আবার অতীত হয়ে গেল। তাই তো অকপটে স্বীকার করে বলল, ‘সেদিন যদি পালিয়ে না গিয়ে, বর্তমানের সঙ্গে অতীতকে পরিচয় করিয়ে দিতাম। তাহলে হয়তো সবকিছুই স্বাভাবিক থাকত।’
যদি আপনার অতীত থাকে তাহলে বর্তমান সঙ্গী বা সঙ্গিনীকে পুরনো সম্পর্কের একটা ধারণা অবশ্যই দিয়ে রাখুন। দেখা হলে কথার বিষয় হোক বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে। পুরনো প্রেমিক বা প্রেমিকার দিকে এগিয়ে গিয়ে হাসুন বা সামান্য কথা বলুন। বর্তমান সঙ্গীকে পরিচয় করিয়ে দিন অতীতের সঙ্গীর সঙ্গে। আর আগের সম্পর্ক যদি খুব তিক্তভাবে শেষ হয়ে থাকে তাহলে পরিস্থিতি বুঝে প্রথমে এড়িয়েই যান। সেটাই ভালো। অতীত আর বর্তমানের মধ্যে স্বচ্ছতা আর সমতা রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ। সম্পর্ক গড়ে তুলুন সত্যের ভিত্তিতে। প্রিয় মানুষটির হাতটা ধরে চোখে চোখ রেখে, বুঝিয়ে দিন কতটা ভালোবাসেন তাকে। সত্যের বন্ধনে সেই স্পর্শ, ভালোলাগা রেশ হয়তো বাকি জীবনে আপনার সঙ্গী হয়ে থাকবে।
loading...
loading...
অতীত আর বর্তমানের মধ্যে স্বচ্ছতা আর সমতা রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ।
সম্পর্ক থাক সত্যের ভিত্তিতে। ___ ধন্যবাদ সুরাইয়া নাজনীন।
loading...
অতীত থাকলে বর্তমান সঙ্গী বা সঙ্গিনীকে পুরনো সম্পর্কের ধারণা অবশ্যই দিতে হবে।
loading...
পুরনো প্রেম যদি সামনে আসে তখন আপনার দেখানো পথে হাঁটা ই ভালো।
loading...