এখন ভয় নাই
সুরা পাত্র ভরেছে হেমলকের বিষে
যারা আমাকে ঘৃণা করেছে,
নিঃশেষের ধ্বংসে ঠেলে দিয়েছে,
তাদের মন ভরেছে সীমাহীন হরষে;
তৃপ্তির আবেশে!…
তাদের জন্য আরেক টি সু সংবাদ!
গত কাল রাতে কবিতার হাতে
তুলে দিয়েছি আমার অবশিষ্ট পোড়া মন;
এখন ভয় নাই-
হারাবার নেই কিছু
যদিও জানি সর্বগ্রাসী দুশমন ,
ছাড়েনি আমার পিছু!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হারানোয় যারা ভয় করেন; তারা অনেক কিছু থেকে পিছিয়ে থাকেন। অভিনন্দন কবি।
loading...
সুরা পাত্র ভরেছে হেমলকের বিষে
যারা আমাকে ঘৃণা করেছে,
নিঃশেষের ধ্বংসে ঠেলে দিয়েছে,——–অনবদ্য প্রকাশ কবি দা
loading...
তাহলে তো ভালই কবি দা। একলা চলো একলা চলো একলা চলো রে।
loading...
চিত্ত যেথা ভয় শুন্য উচ্চ সেথা শির!
শুভকামনা কবির জন্য




loading...
গত কাল রাতে কবিতার হাতে
তুলে দিয়েছি আমার অবশিষ্ট পোড়া মন;
* অনেক সুন্দর ভাবকল্পনা, ভাষাচিত্রের অপূর্ব ব্যবহার…
ভালো থাকুন কবি।
loading...