সময় নেই একটু নস্টালজিক হবার

কোথায় হারালে বন্ধু তুমি; উদয় হও শ্রাবণ মেঘের মত
অঝোর ধারায় নামিবে বৃষ্টি, আমি পান করিব চাতকের মত;
বিচ্ছেদের ম্লান রেখা আজ মুছে যাক; বাদল ধারার স্রোতে
আমি করিব অবগাহন, হারাবো ফেলে আসা অতীত স্মৃতিতে।

বন্ধু, আমরা ভুলেছি সেই মেঠো পথে প্রান্তিকের বট বৃক্ষের ছায়া
রোজ একবার গিয়ে দেখে আসতুম; ক্লান্ত পথিকের আসা যাওয়া,
আজ একবার এসো বন্ধু; শ্রাবণ ধারায় করি জল কেলি অবিরত
আমরা আজ ভেসে বেড়াবো দুজনে, শ্রাবণ মেঘের ভেলার মত।

রূঢ় বাস্তবতা ঠাঁই দিয়েছে করে নিয়েছে আজ, হয়েছি এক যন্ত্র
প্রভাতে ছুটে চলি, করি কর্ম কোলাহল, ধরেছি বুকে এই মন্ত্র,
নস্টালজিক হতেও এখন আর সময় মেলেনা, আমি বড় বস্তুবাদী
বেগ বলে দেয় আমায় ভূতপূর্ব নয়, ভূতকে নিয়ে ভাব নিরবধি।

কোথায় ছিলেম আমি, কি করে হলেম এই আমি; ভেবেছি কি কভু!
জলে স্থলে অন্তরীক্ষে করি গমন, যখন যেথা মন চাহে; তবু—
ভাবনার অবকাশ মেলেনি বন্ধু, একদিনে রচিত হয়নি এই সিংহ দ্বার!
ছুটে চলেছিতো চলছি, যেন ভুমিষ্ট হয়েছি সবে; নেই কোন অতীত আমার।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৯-২০১৮ | ৭:৩৮ |

    জীবনের গতিই হচ্ছে ছুটে চলা। কবিতার জন্য অভিনন্দন আপনাকে। শুভ সকাল।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ০৮-০৯-২০১৮ | ১০:১২ |

    কোথায় হারালে বন্ধু তুমি; উদয় হও শ্রাবণ মেঘের মত
    অঝোর ধারায় নামিবে বৃষ্টি, আমি পান করিব চাতকের মত;—-সুন্দর প্রকাশ করেছেন কবি দা

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ০৮-০৯-২০১৮ | ১২:১৭ |

    ছুটে চলেছিতো চলছি, যেন ভুমিষ্ট হয়েছি সবে; নেই কোন অতীত আমার https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  4. জাহিদ অনিক : ০৮-০৯-২০১৮ | ১৫:১৩ |

     

    অতীত যেন বারে বারে ফিরে ফিরে আসে– কেননা ভবিষ্যৎ আমরা দেখতে পাই না। 

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ০৮-০৯-২০১৮ | ১৯:৩১ |

    অসাধারণ হয়েছে কবি দা। আদাব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. শাকিলা তুবা : ০৮-০৯-২০১৮ | ২০:২৮ |

    চমৎকার কবিতা পড়লাম।

    GD Star Rating
    loading...
  7. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৯-২০১৮ | ২১:০৮ |

    অসম্ভব ভালো লাগে আপনার কবিতা কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...