দেবী ও কবি
নির্বাক অনিমিখ ছুঁইয়ে গড়ে পড়ে স্বপ্নবান পঙক্তির ধারা
কম্পমান ঠোঁট, গ্রীবা, বুকের গভীরে তেতে উঠে বিবাগী শোক।
বিদ্যুৎ চমকানো আলোর কটাক্ষে এক টুকরো হাসি
চির চেনা সেই উত্তাপ সেই সুবাস নীল জ্যোৎস্নায় যাচ্ছে ভাসি…
– দেবী
(কবির ওষ্ঠে আঙ্গুল চেপে চুপ করে দেয়)
– না কবি আজ কোন কৈফিয়ত নয়
কোন প্রশ্ন নয়!
আজ শুধু ভেসে যাওয়ার সময়।
– আমি তো ভেসেই আছি দেবী
– জানি!
তুমি ভেসে আছো বলেই আজ নদী তার কুল ছুঁলো
জলকেলিতে ছন্দ এলো
আজ আমায় গাইতে দাও
দেবরাজীর নৃত্যে, প্রীতে দাও সমর্পণ হতে…
– এ কি বলছো? দেবী
আমি নিত্য তোমার পূজা করি, অর্চনা করি মনের মন্দিরে
– না কবি
তোমাতে সঁপে দিলাম নিজেকে আজ
বুকের অন্দরে দহন তাপে বরফ গলা নদী নিরবধি
তুমি তার সোমত্ত নাবিক
জয়ের নেশায় দিগ্বিদিক ছুটে যাও
ইচ্ছের সুতো ধরে ফের আসো ফিরে
ছোঁ মেরে গাঙচিলের মত তুলে নাও শঙ্খ-চুম্বনে…
(চলমান)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ এবং সৃষ্টির দরোজায় পূর্ণ সফল এই দেবী ও কবি সিরিজ।
এভাবেই অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবে আপনার সৃষ্টি সকল। অভিনন্দন স্যার।
loading...
সুন্দর অনুভূতির প্রকাশ কবি দা
loading...
অসাধারণ কবি দাদা। শ্রদ্ধা জানুন।
loading...
দারুণ দারুণ দারুণ।
loading...
সুন্দর।
loading...