এই যে আমি আছি,
একটা কানা মাছি
তার ভিতরে ইতর স্বরে
আমায় শোনায় আঃ ছিঃ!
আনাচ কানাচ ফুঁড়ে
এই থাকাটাই উড়ে
চায় জানাতে দায়টা আমার
তোমার দেয়াল জুড়ে।
না থাকা সব থাকায়
আমার দিকে তাকায়
সুযোগ পেলেই বাগায় ঘুষি
এবং দু’চোখ পাকায়।
এমনি করেই বাঁচি-
তোমায় দেখেই নাচি
বাঁচার ভিতর বেড়ায় নেচে
একটা কানা- মাছি।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই বেঁচে থাকা জীবনে,জীবন নিয়ে,
কানা মাছি ঘুরে ঘুরে যায় যে ক্ষয়ে,,!
চমৎকার লিখেছেন,,♥
loading...
ধন্যবাদ সুজনভাই
loading...
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যুষের প্রথম এবং সাঁঝ কালের শেষ কবিতা। সেটা যদি নান্দনিক ছড়া পদ্য হয়; তাহলে আমার দিনরাত্রি সমান অসাধারণ।
loading...
আপনার মন্তব্য আমাকে প্রাণিত করে। ধন্যবাদ দাদা।
loading...
খুবই ভাল হয়েছে দাদা ভাই।
loading...
আপনার মন্তব্য আমাকে প্রেরণা দেয়। ভাল থাকুন দিদিভাই
loading...
* আপনার উপস্থাপনা বেশ চমৎকার…,
শুভেচ্ছা জানুন কবি।
loading...
ধন্যবাদ দাদা। শুভকামনা সতত।
loading...
loading...
বেশ অনুপ্রানিত হইলাম কবি দা
loading...
ধন্যবাদ লিটনভাই।
loading...
দারুণ পদ্য।
loading...
ধন্যবাদ
loading...
সুন্দর।
loading...
ধন্যবাদ

loading...
loading...