মেঘ নেই, মোহ নেই
খুব বেশি মেঘ নেই তবুও আকাশটা আঁধার
হয়ে, আমাকেও দিয়ে যায় ধার
দেনা করে শোধ করি মৌরশী ঋণ
এভাবেই দায় নিয়ে কেটে যাবে অনাগত দিন!
এভাবেই আসবে শীত, পৌষের কুয়াশা
মিশিয়ে কেউ লিখবে গান- বুকে রেখে আশা
মাঝিও ফলাবে ফসল উজানের চরে
শস্যদানার ঘ্রাণে উন্মত্ত দুপুর পাবে ফিরে
সোনালী অতীত তার, লিখিত সুরের মোহে
র’বে ভুল তবু,জানি প্রেম-ছুঁবে বুক দ্রোহে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার আবেগঘন একটি কবিতা। শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।
শুভেচ্ছা নিন কবি দা।
অনেক সুন্দর।
সুন্দর।